নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিন জন পরিযায়ী শ্রমিক। গতকাল রাতে রায়গঞ্জের ছটপাড়ুয়ার কোভিড হাসপাতাল থেকে তাঁদের ছুটি দেওয়া হয়েছে। ওই তিনজনকে ফুল ও মিষ্টির প্যাকেট দিয়ে অভিনন্দন জানানো হয়। রাতেই হাসপাতালের বিশেষ অ্যাম্বুল্যান্সে ওই তিনজনকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। করোনা আক্রান্তরা সুস্থ হয়ে বাড়ি ফেরায় খুশি কোভিড হাসপাতালের কর্মীরা।
হাসপাতাল সূত্রে খবর, এনিয়ে মোট ৮৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন শিশুও রয়েছে। সুস্থ হয়ে ওঠা শ্রমিকরা জানান, সুস্থ শরীরে বাড়ি ফিরতে পেরে ভালো লাগছে। এজন্য হাসপাতালের চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনঃ লাদাখে বীর জওয়ানদের বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য কে দায়ী? প্রশ্ন রাহুলের
কোভিড হাসপাতালের সুপার দিলীপকুমার গুপ্তা বলেন, ‘আক্রান্তদের সুস্থ করে বাড়ি ফেরাতে পেরে আমরা খুশি। সারা পৃথিবীর মানুষ করোনার বিরুদ্ধে লড়াই চলছেন। আমরা সেই লড়াই লড়ছি। করোনার বিরুদ্ধে যুদ্ধে মানুষই জয়ী হবে।’ জেলার সিএমওএইচ রবীন্দ্রনাথ প্রধান এই কাজের জন্য চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। সুস্থ হওয়া রোগীদের বাড়িতে সাবধানে থাকতে বলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584