নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
স্বস্তির খবর এবার উত্তর দিনাজপুরে। জেলাজুড়ে যখন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন জেলাবাসীর জন্য স্বস্তির খবর দিল জেলা স্বাস্থ্য দপ্তর। করোনা যুদ্ধে জয়ী হলেন তিনজন। জেলায় প্রথম যে তিন জন করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন।
গত ৯ মে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ২ জন এবং হেমতাবাদ ব্লকের ১ জন করোনায় আক্রান্তের খবর প্রথম পাওয়া গিয়েছিল। তারপর ওই তিন জনকে রায়গঞ্জের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার তারা সম্পূর্ণ সুস্থ হওয়ার পর ওই তিনজনকে ফুল দিয়ে অভ্যর্থনা দেওয়া হয় জেলা স্বাস্থ্য দপ্তর থেকে।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবিতে আন্দোলন
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানান, “আমাদের জেলায় রায়গঞ্জ ও হেমতাবাদ ব্লকের যে তিন জন করোনায় আক্রান্ত হয়েছিলেন তারা আজ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আমাদের জেলায় এই প্রথম এই তিন রোগী করোনা মুক্ত হয়েছেন এবং আমরা ওনাদের আইসিএমআর গাইডলাইন মেনেই ছেড়ে দেওয়া ব্যবস্থা করা হয়েছে। তবে আগামী দুই সপ্তাহ বাড়িতেই হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই তিনজনকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584