মাধ্যমিকের মেধা তালিকায় কোচবিহারের ৩ কৃতী

0
43

নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ

করোনা আবহের মাঝে জল্পনা কাঁটিয়ে অবশেষে আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। গত বছরের তুলানায় পাশের হার বেড়েছে বলে জানা গিয়েছে। প্রথম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের ছাত্র অরিত্র পাল। তবে প্রথম পাঁচে নেই কোচবিহার। কিন্তু প্রথম দশের তালিকায় রয়েছে কোচবিহার।

Congrats | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, সপ্তম হয়েছেন কোচবিহার মনীন্দ্রনাথ হাই স্কুল থেকে করণ দত্ত ও দিনহাটা গোপালনগর এম এস এস হাই স্কুল থেকে ঋতম বর্মন। এবং দশম স্থানে রয়েছেন ইন্দিরা দেবী হাই স্কুল থেকে সম্প্রীতি রায়। এ বছর পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে প্রথম স্থান দখল করেছে পূর্ব বর্ধমান।

congrat | newsfront.co
কৃতী ছাত্রের সম্মাননা । নিজস্ব চিত্র

সেখানকার মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের ছাত্র অরিত্র পাল ৯৯.১ শতাংশ অর্থাৎ ৬৯৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে। ৬৯৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে দু জন। বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও কাটোয়ার অভীক দাস। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে তিনজন। পূর্ব মেদিনীপুরের দেবস্মিতা মহাপাত্র ও রহড়া রামকৃষ্ণ মিশনের অরিত্র মাইতি। তবে মেধাতালিকায় কলকাতার কোনও স্কুলের ছাত্রছাত্রীর নাম নেই।

আরও পড়ুনঃ পরিস্থিতি বিচার করে পরে ঘোষিত হবে আগামী বছরের মাধ্যমিকের নির্ঘন্ট

Congratualation | newsfront.co
সাফল্যের পর মিষ্টিমুখ। নিজস্ব চিত্র

পর্ষদ থেকে জানানো হয়েছে, ওয়েবসাইটে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। তবে মার্কশিট দেওয়া শুরু হবে ২২ তারিখ থেকে। করোনার প্রকোপ ঠেকাতে আগে স্কুলগুলিকে সম্পূর্ণ সংক্রমণমুক্ত করার কাজ চলবে। তারপর মার্কশিট দেওয়া শুরু হবে। অভিভাবকদের কোভিড নিয়ম মেনে মাস্ক পরে দূরত্ব বজায় রেখে মার্কশিট সংগ্রহ করার অনুরোধ করেছেন পর্ষদ সভাপতি। এ ব্যাপারে পর্ষদও একটি নির্দেশিকা তৈরি করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here