ভোর থেকেই শুরু গুলির লড়াই, সাতসকালে এনকাউন্টারে খতম ৩ লস্কর জঙ্গি

0
67

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

বিগত একসপ্তাহ ধরেই আতঙ্কে রয়েছে উপত্যকাবাসী। ৫ দিনে অন্তত ৭ জন নাগরিককে হত্যা করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ছিলেন হিন্দু বা শিখ। এরপরই জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালায় ভারতীয় সেনা। আজ, ভোর থেকেই জম্মু-কাশ্মীরের সোপিয়ানে শুরু হয় গুলির লড়াই। সাতসকালে গুলির শব্দেই ঘুম ভাঙে উপত্যকাবাসীর। শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ মঙ্গলবার এনকাউন্টারে ৩ লস্কর জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা।

shopian encounter
ছবি সৌজন্যে : এএনআই

কাশ্মীর জোন পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে লাগাতার অশান্তি চলছিল উপত্যকায়। সেই সময় থেকেই জঙ্গিদের খোঁজ শুরু হয়েছিল। এরপর গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পাওয়া মাত্রই মঙ্গলবার ভোরে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে হাজির হয় পুলিশ ও ভারতীয় সেনা নিরাপত্তা বাহিনী।

প্রথমে শুরু হয় তল্লাশি অভিযান, তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারে যে তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে, তারা লস্কর গোষ্ঠীর প্রতিরোধ বাহিনী-র সদস্য ছিল বলে জানা যায়। তবে এখনও পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি। এনকাউন্টার শুরুর পরই গোটা সোপিয়ান অঞ্চল ঘিরে ফেলা হয়েছে। নিহত জঙ্গিদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর ইস্যুতে বেরল না রফাসূত্র, ভেস্তে গেল সেনাস্তরীয় বৈঠক

গতকাল সোমবারও উপত্যকায় এনকাউন্টার অভিযান চালায় পুলিশ ও ভারতীয় সেনা বাহিনী। এদিন সকালেই জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনার। এদিন ওই এনকাউন্টারে এক জঙ্গিকে নিকেশও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নিহত জঙ্গির নাম ইমতিয়াজ আহমাদ দার। আরও জানা গিয়েছে, যে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন প্রতিরোধ বাহিনীর সদস্য ছিল ইমতিয়াজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here