নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
অনলাইন শপিং সংস্থার পার্সেলের গাড়ি থেকে পার্সেল চুরি করতে গিয়ে বিধাননগর পুলিশের হাতে নাতে গ্রেফতার করল তিনজনকে। ধৃতদের নাম অজয় সাহা(২২) প্রদীপ থাপা (২৬) সুকুমার ভৌমিক (৩৫)। অজয় উত্তর দিনাজপুরের,প্রদীপ ও সুকুমার মাটিগাড়ার বাসিন্দা।

জানা গিয়েছে যে, বুধবার রাতে অজয় সাহা পার্সেল বিলি করে যেসব পার্সেল বিলি হয়নি সেই সব পার্সেল নিয়ে পুণিয়া থেকে শিলিগুড়ি ফিরছিল।
এরপর শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সয়দাবাদ এলাকা ৩১ নং জাতীয় সড়কের পাশে ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির লক খুলে গাড়ির মধ্যেই বসে থাকে অজয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রদীপ ও সুকুমার গাড়ি থেকে পার্সেল চুরি করতে থাকে।
আরও পড়ুনঃ বাগডোগরায় আফিম-সহ গ্রেফতার ১
ঠিক সেই সময় বিধাননগর থানার পুলিশ পেট্রোলিং করছিল। এবং ভারপ্রাপ্ত পুলিশ কর্মীর সন্দেহ হয়। এরপর ওই গাড়িটির সামনে যেতেই তিনজনই পালিয়ে যায়।
এরপর বিধাননগর থানার পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে। ওই তিনজন সহ পার্সেলের গাড়ি আটক করে থানায় নিয়ে আসে। যদিও পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চুরির বিষয়টি স্বীকার করে।
এর পাশাপাশি তারা আরও জানিয়েছেন যে চুরির মাল নেপালে পাচার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে এই ভাবেই চুরি করছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বিধাননগর থানার পুলিশ। এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584