নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শনিবার মাদারিহাট বীরপাড়া ব্লকের মাদারিহাট হাই স্কুলে শুরু হল দুইদিন ব্যাপী পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় শিক্ষাকর্মী সংস্থার ত্রি-বার্ষিক ৮ ম রাজ্য সম্মেলন। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের শুভ সূচনা করেন কলকাতা বার এসোসিয়েশনের সদস্য উত্তম কুমার মজুমদার।
সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। মুলত শিক্ষাকর্মীদের বঞ্চনার কথা তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কর্মীদের জীবিকার স্বার্থে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। পাশাপাশি পে কমিশনের বিষয়টি ও উত্থাপন করা হয়। রোপা ২০১৯ বেতন ক্রমে ১,৯,১৬ থেকে এরিয়ার, বকেয়া ডি,আর্ন লিভ চালু, যোগ্যতা সম্পন্ন শিক্ষা কর্মীদের শিক্ষক পদে নিয়োগ ইত্যাদি দাবিগুলি ও জানানো হয়।
আরও পড়ুনঃ মতিঝিলে জেলা তৃণমূলের বিজয়া সম্মিলনী
সংগঠনের বিদায়ী সাধারন সম্পাদক চঞ্চল কুমার বিশ্বাস বলেন, দীর্ঘ দিন ধরে শিক্ষা কর্মীরা বঞ্চিত হয়ে আসছে। তাই আমরা শিক্ষা কর্মীদের জীবিকার স্বার্থে ১৪ টি দাবি সরকারের গোচরে আনছি। আমরা আশাবাদী আমাদের দাবী গুলি সরকার সহানুভূতির সাথে বিবেচনা করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584