আসছে সাসপেন্স থ্রিলারে মোড়া ‘60এর পরে’

0
154

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনাকালে সিনেপ্রেমীদের জন্য সুখবর। শীঘ্রই সাসপেন্স থ্রিলারে মোড়া রোমাঞ্চকর একটি গল্প নিয়ে দর্শকের দরবারে হাজির হতে চলেছেন পরিচালক সৌভিক দে। আসছে এমএস ফিল্মস্ অ্যান্ড প্রোডাকশনস্ প্রযোজিত ‘60এর পরে’। সম্পর্ক, ভালোবাসা, খুন, রহস্য -সবকিছু নিয়েই এই ছবির গল্প লিখেছেন পরিচালক সৌভিক দে ও সায়ন রায়।

Joy Sengupta
জয় সেনগুপ্ত, অভিনেতা

গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটো চরিত্র। ভিকি ও সৌমিত্রা। ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পরে তাঁরা। এরপর দুজনেই বিয়ে করেন। কিন্তু পরিবার তাঁদের এই বিয়ে মেনে নেয়নি। তাই নিজেদের মত করে একটা ছোট সংসার সাজিয়েছিল এই নব দম্পতি। এর কিছুদিন পরই মাতৃসম্ভবা হয় সৌমিত্রা। কিন্তু শেষপর্যন্ত তাঁদের সন্তানকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সৌমিত্রারও। স্ত্রী ও সন্তানকে হারিয়ে মাথার ঠিক রাখতে পারেনি ভিকি। পরবর্তীতে আত্মহত্যা করে ভিকি।

Amit Shethi
অমিত শেঠী, অভিনেতা

এই ঘটনার দু’বছর পরে শহরে একের পর এক খুনের ঘটনা ঘটতে শুরু করে। সেই খুনের রহস্য খুঁজে পেতে হয়রান হয়ে যান শহরের তাবড় তাবড় পুলিশ অফিসার। এরপরই আগমন ঘটে গোয়েন্দা সমাজ মিত্র ও তাঁর অ্যাসিস্ট্যান্ট অনন্ত বসুর। আর এখানেই ঘুরে যায় গল্পের মোড়।

Rupanjana Maitra
রূপাঞ্জনা মৈত্র, অভিনেত্রী

ঠিক কী কারণে শহরের বুকে পরপর এত খুনের ঘটনা ঘটল? কারা জড়িত রয়েছে এই ঘটনায়? গোয়েন্দা সমাজ ও তাঁর অ্যাসিস্ট্যান্ট সেই রহস্য উদঘাটন করতে পারেন কিনা, তা জানা যাবে ‘60এর পরে’ মুক্তি পাওয়ার পর।

আরও পড়ুনঃ কথায় নয়, কাজেই জবাব দিলেন দেবশ্রী রায়

Anindya Pulak Banerjee
অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, অভিনেতা

এই সাসপেন্স থ্রিলারে মোড়া ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে অমিত শেঠী, পিয়ালী, জয় সেনগুপ্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রূপাঞ্জনা মৈত্র, সিঞ্চিতা সান্যাল সহ আরও অনেককে। ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন মীনা শেঠী মন্ডল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here