নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
প্রখ্যাত লেখক ইন্দ্রনীল সান্যালের উপন্যাস ‘কর্কট ক্রান্তি’ অবলম্বনে মেডিক্যাল মিস্ট্রি থ্রিলার ‘কর্কট রোগ’ ওয়েব সিরিজ বানালেন পরিচালক উৎসব মুখার্জি৷ বাংলায় এটি এই প্রথম কোনও ‘মেডিক্যাল মিস্ট্রি থ্রিলার’। তবে, এই একই কাহিনী হিন্দিতেও পরিচালক বানিয়েছেন ‘কর্ক রোগ’ নামে।
সম্প্রতি স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল ‘কর্কট রোগ’-এর। ১০ ডিসেম্বর থেকে জি ফাইভে শুরু হয়েছে এর স্ট্রিমিং। ৮ টি এপিসোডে সম্পূর্ণতা পাবে ‘কর্কট রোগ’। প্রত্যেকটির সময়সীমা ৪০ মিনিট।
সিরিজের স্পেশাল স্ক্রিনিং-এ হাজির ছিলেন চিত্রাঙ্গদা, শতরূপা সান্যাল, ইন্দ্রনীল সেনগুপ্ত, সুদীপ সরকার, পরিচালক উৎসব মুখার্জি-সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ প্রিয়াঙ্কার নতুন ধামাকা
গল্পে বিয়াস ফরেনসিক সার্জন। চারদিনে তিনটি রহস্যজনক মৃত্যু ঘটনায় অবাক হয় বিয়াস। সে জানতে পারে এই খুনের পিছনে রয়েছেন এক ডাক্তার। আর তার সঙ্গে কাজ করছে একটা বড় চক্র। আছে ওষুধ ব্যবসায়ীরাও। সকলের মিলিত প্রয়াসে ক্যানসার আক্রান্ত মানুষদের উপর কিছু ওষুধ প্রেরণ করা হয় শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য৷ আর তাতেই ঘটছে মৃত্যু। এই চক্রকে শাস্তি দিতে বিয়াস এক পুলিশ অফিসারের শরণাপন্ন হয়।
পুলিশ অফিসারের চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত। বিয়াসের চরিত্রে চিত্রাঙ্গদা। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন জুন মালিয়া, বাদশা মৈত্র, সুদীপ সরকার, রাজেশ শর্মা, চান্দ্রেয়ী ঘোষ, জয়ন্ত কৃপালানি, আর্য দাশগুপ্ত, রানা বসু ঠাকুর, প্রান্তিক ব্যানার্জি এবং প্রিয়াঙ্কা সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584