নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

এবার বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আতঙ্কে ঘরছাড়া বিজেপি নেতা মোহাম্মদ সেলিম। ঘটনাটি কেশপুর থানার ১০ নং অঞ্চলের শাঁকপুরা গ্রামের।

মোহাম্মদ সেলিমের অভিযোগ,বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ তৃণমূলের কয়েকজন দুষ্কৃতী তার বাড়ি লক্ষ্য করে হঠাৎই গুলি ও বোমা ছুঁড়তে থাকে।প্রায় রাত্রি দশটা অব্দি চালানোর পর অবশেষে ফিরে যায় দুষ্কৃতী দলটি।


এরপর কেশপুর থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার পর থেকেই আতঙ্কে এলাকাছাড়া মোহাম্মদ সেলিম ও তার পরিবার।
আরও পড়ুনঃ রাতভর ব্যাপক বোমাবাজি,ভাঙলো দোকানঘর,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তার আরও অভিযোগ,পুরো ঘটনা জানানো সত্ত্বেও অভিযোগ নিতে অস্বীকার করে কেশপুর থানা।যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নির্বাচন পরবর্তী সময়ে কেশপুর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তা যে এখনও বজায় রয়েছে তারই প্রমাণ মিলল এই ঘটনায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584