নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এপ্লিকেশন টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তানের আদালত। এর আগেও দু’বার পাকিস্তান বন্ধ করে দেয় টিকটক। পাকিস্তানে সাধারণ মানুষ টিক টক নিয়ে একাধিকবার আপত্তি জানান। তাঁদের বক্তব্য অনুযায়ী টিক টক অশ্লীলতা প্রদর্শন করে, এছাড়াও এলজিবিটিকিউ সম্প্রদায় সম্পর্কে অনেক কন্টেন্ট থাকে যা আপত্তিকর মনে হয়েছে তাঁদের।
পাকিস্তান টেলিকম অথরিটি, সিন্ধ আদালতের নির্দেশে বৃহস্পতিবার পাকিস্তান জুড়ে টিক টকের ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং ব্লক করে দেওয়া হয় এটি।
এরপরে “বাক স্বাধীনতা”র প্রশ্নে তুমুল সমালোচনা শুরু হয়। বারে বারে ইন্টারনেট বন্ধ করা, মিডিয়ার ওপর সেন্সরশিপ ইত্যাদি বিষয়গুলির বিরূদ্ধে তুমুল সমালোচনা চলতে থাকে। ইতিমধ্যে টিক টকের তরফে জানানো হয় তারা আপত্তিকর কন্টেন্টগুলি বুধবারই সরিয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ ওরেগণ-ক্যালিফোর্নিয়া সীমান্তে জলের তাপমাত্রা পৌঁছেছে স্ফুটনাঙ্কে, কার্যত খরা পরিস্থিতি
পাকিস্তান টেলিকম অথরিটি জানায় আদালতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে টিকটকের ওপর থেকে, ব্যবহারকারীরাও নিশ্চিত করেছেন যে এখন তাঁরা ব্যবহার করতে পারছেন টিকটক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584