ভারতে লঞ্চ টাইটানের স্মার্ট গ্লাস ‘টাইটান আই-এক্স’ ,থাকছে স্পিকার ও টাচ কন্ট্রোল সহ ফিটনেস ট্র্যাকার

0
63

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ভারতে লঞ্চ করলো টাইটান আই প্লাসের নতুন স্মার্ট গ্লাস-আইএক্স। এই স্মার্টগ্লাস একটি IP54 রেটেড স্মার্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলের ক্ষেত্রে এই স্মার্ট গ্লাস রেজিসট্যান্ট হিসেবে কাজ করবে। এছাড়াও এই স্মার্ট গ্লাসে রয়েছে ওপেন ইয়ার স্পিকার, টাচ কন্ট্রোল সহ বেশ কিছু ফিটনেস ট্র্যাকিং-এর ব্যবস্থা। রয়েছে কোয়ালকমের প্রসেসর। সংস্থার দাবি, একবার চার্জ দিলে স্মার্ট গ্লাসের ব্যাটারি লাইফ প্রায় ৮ ঘন্টা।

Titan Eye X
টাইটান আই এক্স

টাইটানের দাবী, তাদের সংস্থার তৈরি এই নতুন স্মার্ট গ্লাস সহজেই অ্যানড্রয়েড বা আইওএস ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে। রয়েছে ব্লুটুথ ভি৫ সাপোর্ট। এছাড়াও রয়েছে একটি ইনবিল্ট ট্র্যাকার। এছাড়াও এই স্মার্ট গ্লাসের ওপেন ইয়ার স্পিকারের সাহায্যে ভয়েস বেসড নেভিগেশন এবং ভয়েস নোটিফিকেশন সাপোর্ট পাওয়া যাবে। টাইটান আইএক্স স্মার্ট গ্লাসে Clear Voice Capture (CVC) টেকনোলজি রয়েছে। এর সাহায্যে আশপাশের আওয়াজের ভিত্তিতে আপনাআপনিই শব্দের নিয়ন্ত্রণ হবে এই স্মার্ট গ্লাসে।

এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এই স্মার্ট গ্লাসে, তা হলো, এই স্মার্ট গ্লাস পরে বেশিক্ষণ কম্পিউটার বা টিভি স্ক্রিন ব্যবহার করলে এর মাধ্যমেই স্ক্রিন টাইম কমানোর নোটিফিকেশন পাবেন ব্যবহারকারী।

জানা গিয়েছে, কালো রঙের ফ্রেমে লঞ্চ হয়েছে টাইটানের এই নতুন স্মার্ট গ্লাস আইএক্স। এই স্মার্ট গ্লাস টাইটাইন আইএক্স-এর শুধু ফ্রেমের দাম ভারতীয় টাকায় ৯,৯৯৯ টাকা। কোনও ক্রেতা যদি চোখের পাওয়ার বা ডাক্তারের প্রেসক্রিপশনের নির্দেশ অনুযায়ী গ্লাস বানাতে চান, তাহলে খরচ হবে ১১,১৯৮ টাকা পর্যন্ত। ১০ জানুয়ারি থেকে এই স্মার্ট গ্লাসের শিপিং শুরু হবে। এমনটাই জানানো হয়েছে টাইটানের ওয়েবসাইটে। টাইটান আই এক্স কেনা যাবে টাইটানের অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন টাইটান আই প্লাস রিটেল স্টোর থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here