আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে শ্রবণশক্তিহীন ‘তিতলি’

0
601

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

তিতলি মানে প্রজাপতি। আচ্ছা, প্রজাপতি কখনও উড়তে পারে আকাশে? না। পারে না। তা হলে বধির তিতলি কি পারবে আকাশে উড়তে?…স্টার জলসায় আসছে এক নতুন ধারাবাহিক ‘তিতলি’। একটি মেয়ের পাইলট হওয়ার স্বপ্ন এই ধারাবাহিকের মূল বিষয়৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে ধারাবাহিকের প্রোমো। সেখানে ছোট্ট তিতলিকে কাগজ দিয়ে বানানো প্লেন ওড়াতে দেখা যাচ্ছে।

new girl |newsfront.co
ছবিঃ প্রতিবেদক

তিতলি ছোট থেকেই আকাশে উড়তে চায়, ঠিক পাখিদের মতো। কিন্তু তার তো ডানা নেই। তা হলে কী ভাবে সম্ভব তার আকাশে ওড়া? উপায় একটা আছে জানা। পাইলট হতে হবে তাকে। তাই সে বড় হয়ে পাইলট হতে চায়।

new girl |newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ মোমবাতির রাতে বাজিরাজের তীব্র নিন্দা করলেন সোনালী চৌধুর

sit |newsfront.co
ছবিঃ প্রতিবেদক
dance |newsfront.co
ছবিঃ প্রতিবেদক

তিতলির চরিত্রে দেখা যাবে নবাগতা মধুপ্রিয়া চৌধুরীকে। ধারাবাহিকটির সম্প্রচার কবে থেকে শুরু হবে তা জানা যায়নি এখনও। তবে, এই লকডাউন কাটলেই তা দর্শক দরবারে আসবে তা বলাই বাহুল্য। জবা, জয়ী, আলো, দিয়ার পর এবার তিতলির স্বপ্নপূরণের লক্ষ্যে শামিল সুশান্ত দাস। এবারও কি সফল হবেন তিনি? সময় বলবে সেই কথা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here