‘তিতলি শুরু হবে করোনা সচেতনতার বার্তা দিয়ে…’ জানালেন প্রযোজক সুশান্ত দাস

0
292

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

করোনার কারণে আরোপিত সব রকমের সরকারি নিয়মবিধি মেনেই স্টার জলসায় ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘তিতলি’। এক বধির মেয়ের পাইলট হওয়ার স্বপ্নপূরণ করতে এবার বদ্ধপরিকর টেন্ট প্রযোজনা সংস্থার সর্বময় কর্তা সুশান্ত দাস।

Sushant Das | newsfront.co
সুশান্ত দাস

পৃথিবীতে কোনও কিছুই যে অসম্ভব না তা বারবার হাতে-কলমে-ক্যামেরায়-চিত্রনাট্যে সর্বোপরি গল্পে প্রমাণ করেছেন তিনি। তাঁর হাত ধরেই এসেছে মাঠকাঁপানো মহিলা ফুটবলার জয়ী, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন দিয়া, পরিচারিকা থেকে বিচারপতি হয়ে ওঠা জবা কিংবা শ্যামা থেকে আর জে তথা সঙ্গীত শিল্পী হয়ে ওঠা কৃষ্ণকলি।

Madhupriya Chowdhury | newsfront.co
মধুপ্রিয়া চৌধুরী

এবার পালা বধির তিতলির পাইলট হয়ে ওঠা। ‘না’ আর ‘হ্যাঁ’-এর চক্করে তিতলি হয়ত পাইলট হয়ে উঠবে কিন্তু এই হয়ে ওঠার পিছনে আরও কী কী গল্প জড়িয়ে থাকবে সেটাই দেখার পালা ধারাবাহিকে। সম্প্রতি নবান্নে এক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেকোনও ধারাবাহিকের চিত্রনাট্যে করোনা সচেতনতার কথা থাকতে হবে।

Aryan Bhowmik | newsfront.co
আরিয়ান ভৌমিক

সেই নির্দেশের উপর ভিত্তি করেই সুশান্ত দাসের সঙ্গে ধারাবাহিকের ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে জানতে চাওয়া হয়- “ধারাবাহিকে অতিমারীর কথা কী ভাবে বা কতটা থাকছে?”

আরও পড়ুনঃ ১৩ জুলাই থেকে ‘যমুনা ঢাকি’

উত্তরে সুশান্ত দাস জানান- “লকডাউনকে উপেক্ষা করে বা সামাজিক বিধিকে দূরে সরিয়ে এই ধারাবাহিক এগোবে না। গল্পের শুরুয়াত হবে একটি ভার্চুয়াল বিয়েবাড়িকে সামনে রেখে। যেখানে খুব কম সংখ্যক পারিবারিক সদস্য নিয়ে চলছে বিয়ের অনুষ্ঠান। আর অন্যান্য আত্মীয়স্বজনকে অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল পথে দেখানো হচ্ছে বিয়ের অনুষ্ঠান। অন্যসময় ধারাবাহিকের প্রথম পর্বেই থাকে নায়ক কিংবা নায়িকার উপস্থিতি। এখানে নায়কের দাদার বিয়ে দিয়ে শুরু হবে ধারাবাহিক। সুতরাং প্রথমেই আমরা বার্তা রাখছি সামনে।”

১৩ জুলাই থেকে সোম থেকে রবি সন্ধে সাড়ে ৬ টায় স্টার জলসায় দেখতে ভুলবেন না ‘তিতলি’। মুখ্য দুই চরিত্রে মধুপ্রিয়া চৌধুরী এবং আরিয়ান ভৌমিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here