শুধু পরিবহণ দফতরেই ৭২৫ কোটির দুর্নীতি করেছেন শুভেন্দু, অভিযোগ ঘাসফুল শিবিরের

0
97

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যাওয়ার সময় যাতে তার বিরুদ্ধে ভুয়ো মামলা দায়ের না করা হয়, সেই বিষয়ে রাজ্য সরকারকে সতর্ক করেছিলেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকর।

Suvendu with Amit Shah | newsfront.co
ছবিঃ বিভাস লোধ

কিন্তু বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী একের পর এক তৃণমূলকে আক্রমণ করে যাবেন এবং তার পাল্টা প্রাক্তন দল কোন উত্তর দেবে না, সেটা এক প্রকার অসম্ভব। তাই সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পরিবহণ দফতরের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে আনল ঘাসফুল শিবির।

আরও পড়ুনঃ রবিবাসরীয় বিকেলে রাজভবনে ‘দাদা’, তুঙ্গে রাজনৈতিক জল্পনা

পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রকাশ্যে সভায় জেলা তৃণমূলের অন্যতম কো অর্ডিনেটর ও বিধায়ক অখিল গিরি অভিযোগ করে বলেন, ‘‘শুধু পরিবহণ দফতরে ৭২৫ কোটি টাকার কেলেঙ্কারির ফাইল সামনে এসেছে।’’

প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর পর থেকেই শুভেন্দু তার পুরনো দল ও সরকার সম্পর্কে বহু অনিয়ম, দুর্নীতি প্রসঙ্গ তুলছেন। শুভেন্দুর উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘অনেক জায়গায় ফ্ল্যাট কিনেছ। কাঁথিতে চারটে ফ্ল্যাট। কলকাতায় পাঁচটি ফ্ল্যাট। পরপর সব কেলেঙ্কারি বেরোচ্ছে।’

আরও পড়ুনঃ নাম না করে ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

অমিত শাহের সভায় দাঁড়িয়ে সাংসদ অভিযেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে তাঁকে ‘তোলাবাজ ভাইপো’ বলে অভিযোগ শানিয়েছেন। তবে এ বার এই প্রথম তৃণমূলের মঞ্চ থেকে শুভেন্দুর দিকে ইঙ্গিত করে টাকার অঙ্কে বড় অভিযোগ আনা হল। যদিও বিজেপির দাবি, এটা শুভেন্দুকে ‘কৌশল’ করে ফাঁসানোর চেষ্টা। এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং এগুলি কোনওদিন প্রমাণিত করতে পারবে না তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here