পুলিশ-তৃণমূল দ্বৈরথে উত্তপ্ত ত্রিপুরা, সায়নী ঘোষকে থানায় নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ

0
73

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ফের পুরভোটের আগে রাজনৈতিক উত্তাপের পারদ চড়ছে ত্রিপুরায়। এবার যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে সুনির্দিষ্ট কোন অভিযোগ ছাড়াই থানায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠলো ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, সায়নীর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’-এর অভিযোগ আনা হয়েছে।

Attack on TMC at Tripura

তৃণমূলের অভিযোগ শনিবার গভীর রাত থেকেই আগরতলার হোটেল অ্যাপেলো টাওয়ার্স ঘিরে ফেলে পুলিশ। তৃণমূল নেতা কুণাল ঘোষ, সাংসদ সুস্মিতা দেব, সায়নী ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব থাকছিলেন এই হোটেলেই। রবিবার সকাল ১১টা নাগাদ পুলিশ হোটেলে ঢুকে সায়নীকে জোর করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা হয় বলে তৃণমূলের দাবি।

সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্নের উত্তরে পুলিশ কোনও নোটিস দেখাতে পারেনি বলেই তৃণমূলের দাবি। পরবর্তীতে পুলিশ জানায়, সায়নীর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’-এর অভিযোগ আছে। এর পর সুস্মিতা দেব, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ সায়নীকে নিয়ে আগরতলা মহিলা থানায় যান।

আরও পড়ুনঃ ২৪-এ বিজেপিকে ঠেকাতে তৃণমূলের সঙ্গে জোটেও আপত্তি নেই লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্যের

সায়নী থানায় ঢোকার পরই থানা লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের অভিযোগ লাঠি হাতে হেলমেট পরে আক্রমণ চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here