তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত খেজুরি

0
60

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ফের খবরের শিরোনামে উঠে এল খেজুরি। রবিবার তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীর ২ নং ব্লকের নিজকসবা অঞ্চলের গোড়াহাট জলপাই এলাকা। সংঘর্ষে জখম এক বিজেপি নেতা।

tmc and bjp clash | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী পুলিশের উপস্থিতিতে গুলি ও বোমা বর্ষণ করে। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে বিজেপির জেলা সম্পাদক পবিত্র দাস গুরুতর আহত হয়েছেন। তার হাতে গুলি লেগেছে বলে জানা গেছে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব।

protest | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অভিনব পন্থায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ তৃণমূলের

এই ঘটনার প্রতিবাদে হেঁড়িয়ায় নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি নেতারা। তাদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে।

তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের জেলা সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী দাবি করেছেন, ‘এই ধরনের কোন ঘটনার সাথে তৃণমূল যুক্ত নয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়ন রয়েছে বিশাল পুলিশবাহিনী।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here