পিয়ালী দাস, বীরভূমঃ
নানুর থানার অন্তর্গত দাতিনা গ্রাম পঞ্চায়াতের ডোমরা গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষে রাতভর চলে বোমাবাজি। ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত নানুর। দু’পক্ষের আহত হয়েছে ৯ জন । আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
ঘটনার সূত্রপাত স্থানীয় তৃণমূল ও বিজেপি দুই গোষ্ঠীর প্রিয়তোষ ঘোষ ও বিকাশ মন্ডল দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে একটি টিউবওয়েলের কলের জল সমস্যা নিয়ে শুরু হয় বচসা ।
বচসা থেকে হাতাহাতি পর্যায়ে গেলে রাতের অন্ধকারে দু পক্ষ বোমা বাজি করতে শুরু করে একই সঙ্গে ঘটনায় গুরুত্বর ভাবে আহত হয়েছে চার জন অন্য দিকে বাকি পাঁচ আহত হয়েছে ।
চার আহতকে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিসাধীন চলছে বাকি আহত পাঁচ জনে চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে টহলদারি চালাচ্ছে।
আরও পড়ুনঃ ভেড়ির টাকার ভাগকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, গ্রেফতার ৩
স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিকাশ মন্ডল গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে প্রথমে অশান্তি পরিস্থিতি আনার জন্য ওর লোকজন দায়ী।
অন্যদিকে বোলপুর বিজেপি নেতৃত্ব দিলীপ ঘোষ জানান আজ সকালে নানুরে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছে।
তবে নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি । তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে । তৃণমূল দলের আইনশৃঙ্খলা বলে কিছু নেই যেখানে দল নেতৃত্ব বলছে মানুষের পাশে দাঁড়ানোর কথা সেখানে এখনো পর্যন্ত তাঁদের স্থানীয় নেতৃত্ব সাধারণ মানুষের বোমা বাজি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584