রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠকে তৃণমূল

0
43

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

করোনা ও আমপান মোকাবিলায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে বৈঠক করল তৃণমূল।

Meeting | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার বহরমপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বহরমপুর বিধানসভার আহ্বায়ক অরিৎ মজুমদারের নেতৃত্বে একটি সাংবাদিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি অশোক দাস, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শাহনাজ বেগম, বহরমপুর পুরসভার প্রজেক্ট কো-অর্ডিনেটর নাড়ু গোপাল মুখার্জি ও পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী। করোনা ও আমপান বির্পযয়ে ক্ষতির পরিমাণ এবং তা মোকাবিলায় রাজ্য সরকার যে সহায়কমূলক কাজ করছে, সে বিষয়টি তুলে ধরা হল আজকের এই বৈঠকে।

আরও পড়ুনঃ রাস্তায় নেমে নিজ হাতে স্ক্রিনিং টেস্ট করলেন অধীর

তৃণমূলের পক্ষ থেকে এদিন জানানো হয়, বিপর্যয় মোকাবেলায় রাজ্য সরকার বহু সাহায্য করেছে। ত্রাণ থেকে শুরু করে রেশন ব্যবস্থা সব কিছুতে সাহায্যের হাত বাড়িয়েছে। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরনের ব্যবস্থা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী দিল্লিতে ঠান্ডা ঘরে বসে কেবলমাত্র ফরমান জারি করেছেন। মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে ওনাকে দেখা যায়নি।

কংগ্রেস, বিজেপি এবং সিপিএমকে একই সুরে কটাক্ষ করতে দেখা গেছে রাজ্য সরকারের বিরুদ্ধে। গতকাল যে ভার্টুয়াল কনফারেন্স হয়েছে বিজেপি-র, সেখানে যে বিষয়গুলি উঠে এসেছে তা অত্যন্ত কুরুচিকর বলেও জানায় তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here