শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের সাংগঠনিক ভিত মজবুত করতে মাঠে নামল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। কয়েক দিন আগেই জেলা পর্যবেক্ষকের নির্দেশে দলের মধ্যে নতুন কার্যকরী সভাপতি করা হয়েছে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে।

আগামী দিনে কার্যকরী সভাপতির সাথে সংযোগ বজায় রেখে কাজ করবেন বলে জানিয়েছেন বর্তমান জেলা সভাপতি অর্পিতা ঘোষ। বুধবার গঙ্গারামপুর ব্লকের দেবীকোট ভবনে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ আমপানের প্রভাবে ক্ষতিগ্রস্ত ফেরিঘাট পরিদর্শনে নবান্নের প্রতিনিধিরা
অর্পিতা ঘোষ জানিয়েছেন, ‘প্রতিটি বিধানসভা অনুযায়ী কমিটি করে নির্বাচনের রণকৌশন ঠিক করা হবে।’ করোনা পরিস্থিতি এবং আনুষঙ্গিক বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে সুত্র মারফত জানা গেছে। বিধায়ক গৌতম দাস জানিয়েছেন, ‘পদ বড় কথা নয়। দলের নির্দেশে কাজ করে যাবেন।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584