ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কলকাতার ‘মা উড়ালপুল’-এর পরে দুর্গাপুরের ‘কাজী নজরুল বিমানবন্দর’।কয়েক মাস আগেই কলকাতার মা উড়াল্পুল কে যোগী সরকারের কৃতিত্ব বলে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তীব্র কটাক্ষের মুখে পড়েছিল কেন্দ্র। ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটাল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক।
পশ্চিমবঙ্গের দুর্গাপুর বিমানবন্দরের পাশে বেমালুম ‘উত্তরাখণ্ড’ লিখে টুইট করে নয়া বিতর্কে জড়িয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মন্ত্রক। পালটা টুইটে কেন্দ্রের তুমুল সমালোচনা করেছে তৃণমূলও। AITC -র অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বাংলার শাসকদলের কটাক্ষ – ”আমাদের উন্নয়নকে আপনারা নিজেদের বলে চালাচ্ছেন, তাতে কোনও আপত্তি নেই। বরং উন্নয়ন নিয়ে আপনাদের আসল শিক্ষা দিতে পারছি বলে আমরা অত্যন্ত খুশি।”
First Maa flyover, now Kazi Nazrul Islam (Durgapur) Airport!@BJP4India, no point portraying our infrastructure and development as yours. We will be more than happy to provide you lessons on real development! pic.twitter.com/oZwExFvFoJ
— All India Trinamool Congress (@AITCofficial) November 13, 2021
কলকাতার ‘মা উড়ালপুল’ নিয়েও এমনই এক বিতর্ক তৈরি হয়েছিল। এক জাতীয় স্তরের সংবাদপত্রে ছাপা হয় যোগীরাজ্যের উন্নয়নের বিজ্ঞাপন। সে ছবিতে দেখা যায় যোগী আদিত্যনাথের পায়ের কাছে জ্বলজ্বল করছে কলকাতার মা উড়ালপুলের ছবি, সঙ্গে লেখা, ‘ট্রান্সফরমিং উত্তরপ্রদেশ আন্ডার যোগী আদিত্যনাথ ‘।
আরও পড়ুনঃ গোয়ায় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী প্রচারের দায়িত্বে সাংসদ মহুয়া মৈত্র
স্বাভাবিকভাবেই এই ইস্যুতে বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584