বীরভূমে বিজেপি – তৃণমূল সংঘর্ষ

0
67

পিয়ালী দাস, বীরভূমঃ

সকাল থেকেই বীরভূমের ২টি থানা এলাকায় বিজেপি-তৃণমূলের পৃথক সংঘর্ষে উত্তপ্ত হয়ে জেলার রাজনীতি। সিউড়ি থানার কোমা গ্রামে দামোদর পাল নামে এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে।

TMC BJP | newsfront.co
কোলাজ চিত্র

দামোদর বাবু জানান, দেড় বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। তারপর থেকেই নানা রকমের হুমকি দেওয়া হচ্ছিল তাকে। রবিবার রাতে তার বাড়িতে আচমকাই চড়াও হয় তৃণমূল আশ্রিত বেশকিছু দুষ্কৃতী। বাড়িতে থাকা ট্রাক্টর মোটরবাইক সহ বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়। ফেলে দেওয়া হয় ঘরের সমস্ত খাবার।

যদিও বীরভূমের ২ নং ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম জানিয়েছেন, “দামোদর পাল নিজের মুখেই স্বীকার করেছেন দেড় বছর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি। গণতান্ত্রিক দেশে যে কেউ যেকোন রাজনৈতিক দল করতে পারে। এই হামলার পিছনে তৃণমূল কংগ্রেস কোন ভাবে জড়িত নয়। গ্রামে একটি গাছ কেটে বিক্রি করা হয়েছে, সেই বিক্রির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, তার জেরেই তার বাড়িতে হামলা হয়েছে।”

আরও পড়ুনঃ চন্দ্রকোনায় মাদক বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা

অন্যদিকে শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের মহিলা গ্রামে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গ্রামের বিজেপি কর্মীদের অভিযোগ, গ্রাম দখল করতেই বেছে বেছে বিজেপি কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে। গ্রামে থাকতে গেলে কোনভাবেই বিজেপি করা যাবে না এমন হুমকি দিচ্ছে তৃণমূলের লোকজন।

আরও পড়ুনঃ ১০ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার! অর্জুনের বিরুদ্ধে এফআইআর অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের

যদিও কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওয়াহিদুল জানিয়েছে, “শুনেছি গ্রামে বোমাবাজি হয়েছে, তবে এটা দুষ্কৃতীদের লড়াই। এ ধরনের নোংরা কাজ করার পিছনে তৃণমূল কংগ্রেসের লোকজন নেই। কিছু হলেই বিজেপির অভ্যাস তৃণমূল কংগ্রেসের ওপরে অভিযোগ দেওয়া, এক্ষেত্রেও সেটাই হয়েছে। পুলিশকে অনুরোধ করব সঠিক তদন্ত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here