মনিরুল হক, কোচবিহারঃ
গান্ধী সংকল্প যাত্রাকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কোচবিহার ২ নং ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ওই ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। মৃত ওই ব্যক্তির নাম জহিরুদ্দিন সরকার। তিনি তৃণমূলের সক্রিয় কর্মী। ওই ঘটনায় পর স্থানীয় লোকজন আহত ওই কর্মীকে উদ্ধার করে কোচবিহারের একটি বে-সরকারি হাসপাতালে পাঠান হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।
জানা গেছে, গান্ধীজির জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে গান্ধী সংযোগ যাত্রা শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। ১৬ থেকে ২৫ অক্টোবর এই কর্মসূচী চলবে গোটা জেলা জুড়ে। এদিন জেলার বানেশ্বর, থানেশ্বর, ধাংধিংগুড়ি, পুন্ডিবাড়ি, পাতলাখাওয়া নাটাবাড়ি সহ একাধিক জায়গায় এই কর্মসূচী সংগঠিত হয়। পাতলাখাওয়া এলাকায় এই কর্মসূচিকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন কর্মী। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাইকেও। ঘটনায় তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলারও অভিযোগ ওঠে।
তৃণমূলের দাবী, এই ঘটনায় বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়ে জহিরুদ্দিন সরকার নামে তাঁদের এক কর্মীর মৃত্যু হয়েছে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অস্বীকার করেছে বিজেপি।
জেলা তৃণমূল নেতা তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ করে বলেন, “গান্ধী সংকল্প যাত্রার নামে কোচবিহার ২ নং ব্লক জুড়ে তাণ্ডব চালিয়েছে বিজেপি কর্মীরা। এই আক্রমণে আক্রান্ত হয়ে দলের সক্রিয় কর্মী জহিরুদ্দিনের মৃত্যু হয়। পাতলাখাওয়া দলীয় কার্যালয়ে তাঁর উপর আক্রমণ কড়া হয়েছে। আহত অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি নাসিং হোমে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
আরও পড়ুনঃ জলঙ্গীতে বিজিবি’র ছোঁড়া গুলিতে বিএসএফ জওয়ানের মৃত্যু, আহত ১
অন্যদিকে বিজেপির দাবী, সংকল্প যাত্রায় আক্রমণ চালিয়েছে তৃণমূল। বিজেপির সাথে কোন সংঘর্ষের ঘটনাই ঘটেনি। দলের কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন,“আমরা খোঁজ নিয়ে জেনেছি হৃদ রোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তৃণমূল এই স্বাভাবিক মৃত্যুকে অস্বাভাবিক করে তুলে রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584