পুলিশ জানিয়েছে, গৌরীপুরে পূর্বের বচসাকে কেন্দ্র করে শুরু হয় তৃণমূল বিজেপি সংঘর্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি কাউন্সিলর গনেশ দাস সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপি কাউন্সিলর গণেশ দাসের গ্রেফতারীর খবর পেয়ে রাতেই নৈহাটি থানায় হাজির হন ব্যারাকপুর লোকসভার সংসদ অর্জুন সিং। তাকে দেখেই ফেটে পড়েন বিজেপি কর্মীরা, তারপর দীর্ঘক্ষণ নৈহাটি থানা ঘেরাও করা হয়। পরে অর্জুন সিং নৈহাটি থানায় কথা বলেন এবং গণেশ দাসের নিঃশর্ত মুক্তি চান।
রাতে পুরো নৈহাটি জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পুলিশি টহলও চলছে। এছাড়া এলাকায় সশস্ত্র পুলিশ বাহিনী নামানো হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584