মনিরুল হক, কোচবিহারঃ
ইঁটভাটার কর্মীদের লাগাম কার হাতে থাকবে তা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ। ওই ঘটনায় আহত হয়েছে বিজেপির ২ কর্মী সমর্থক।
শনিবার সকালে তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই মোড়ে একটি ইটভাটায় কর্মী নিয়োগ চলছিল। সেই সময়ই কর্মী নিয়োগকে কেন্দ্র করে অশান্তিতে জড়িয়ে তৃণমূল-বিজেপির কর্মীরা। বচসা ক্রমেই হাতাহাতিতে পৌঁছয়। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছনোর পর পুলিশের সামনেই চলে দু’পক্ষের লড়াই। এরপর পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ওই ঘটনায় দুই পক্ষের আহত হয় ২ জন কর্মী সমর্থক।
এদিন এবিষয়ে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ করে বলেন, নাটাবাড়ি বিধানসভার এলাকায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত সদস্যরা যখন বিজেপি ছেড়ে তৃনমূলে ফিরে আসছে তা বিজেপির সহ্য হচ্ছে না। তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পনা মাফিক ইঁট ভাটায় অশান্তি করেছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। দুষ্কৃতীরা পুলিশের গাড়িতে বোমাবাজি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুনঃ নানুরে গৃহবধূকে নগ্ন করে গ্রাম ঘোরানোর অভিযোগ
এবিষয়ে তুফানগঞ্জ ১ নং ব্লকের বিজেপির সংযোজক পুষ্পেন সরকার বলেন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ নিজের এলাকায় ব্রাত হয়ে পড়েছেন। তাই তিনি তুফানগঞ্জ বিভিন্ন এলাকায় পেশি শক্তি প্রয়োগ করে অশান্তি ছড়ানর চেষ্টা করছে। শনিবার সকালে চিলাখানায় বহিরাগত ও স্থানীয় হার্মাদদের নিয়ে এসে বিজেপি কর্মী সমর্থককে মারধোর করছেন। ওই ঘটনায় আমাদের ২ জন কর্মী আহত হয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584