ভোটের আবেদন নিয়ে মানুষের দুয়ারে বিরবাহা

0
116

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাঁওতালি সিনেমার অভিনেত্রী বিরবাহা হাঁসদা ৷

Birbaha Hansda | newsfront.co
জনসংযোগে বিরবাহা হাঁসদা ৷ নিজস্ব চিত্র

এদিন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিনপুর এক ব্লকের দহিজুড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে নির্বাচনী প্রচার করেন। অভিনেত্রী বিরবাহা হাঁসদা বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তাঁকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান।

তিনি গ্রামবাসীদের বলেন, একসময় জঙ্গলমহল অশান্ত হয়ে উঠেছিল। সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ রাজ্যে ক্ষমতায় আসার পর যে উন্নয়নের কাজ হয়েছে জঙ্গলমহলে এর আগে কেউ এত উন্নয়নের কাজ করেনি। তিনি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সাফল্য তুলে ধরেন গ্রামবাসীদের কাছে ।

আরও পড়ুনঃ কমিশনের সিদ্ধান্তই বহাল! প্রার্থী হতে পারবেন না উজ্জ্বল কুমার, রায় ডিভিশন বেঞ্চের

তিনি আরও বলেন যে, বিজেপিকে আপনারা ভোট দেবেন না। যারা আদিবাসীদের জমি জোর করে কেড়ে নেয়, আদিবাসীদের উপর অত্যাচার করে তাদের আপনারা ভোট দেবেন না। সেই সঙ্গে তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে জঙ্গলমহল থেকে উৎখাত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

আরও পড়ুনঃ পার্থকে নোটিস সিবিআইয়ের, মদনকে ডাকল ইডি

এছাড়াও তিনি বলেন যারা নেতাই কাণ্ড ঘটিয়ে ছিল, যারা নন্দীগ্রামে গণহত্যার ঘটনা ঘটিয়েছিল, যারা বেনাচাপড়া কঙ্কাল কান্ডের ঘটনা ঘটিয়েছিল, যারা ছোট আঙারিয়া গণহত্যার ঘটনা ঘটিয়েছিল সেই সিপিএম কে আপনারা আর ফিরিয়ে আনবেন না। সিপিএম যদি ফিরে আসে আবার সেই হার্মাদ বাহিনী ফিরে আসবে। তখন মানুষের কথা বলার অধিকার থাকবে না।

তাই শান্তি ও উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনারা থাকুন । মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী হিসেবে আপনারা ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন বলে তিনি গ্রামবাসীদের কাছে আবেদন জানান। বিরবাহাকে কাছে পেয়ে খুশি গ্রামবাসীরা তাঁকে আশীর্বাদ করেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন গ্রামবাসীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here