নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
সামনে ভোট আর এই ভোটে উন্নয়নকে হাতিয়ার করেই যে তৃণমূল এবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি আসন দখল করতে ঝাঁপাবে তা জানাতেই আজ সাংবাদিক বৈঠক করল জেলা তৃণমূল।

বুধবার বালুরঘাট শহরের দলীয় কার্যালয়ে ডাকা এই সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান এবং নবতম “মা” প্রকল্পের সাফল্যকে তুলে ধরে বলেন এই উন্নয়নকে হাতিয়ার করেই তারা এবার দক্ষিণ দিনাজপুরের ছয়টি আসন জেতার ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, “গণতন্ত্র বলতে যা বোঝায়, ‘ফর দ্য পিপল, বাই দ্য পিপল’ আমাদের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল নেত্রী দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে তা জনগণের সমস্যার দ্রুত সমাধানের ব্যাপারে বিশেষ নজর দিয়েছেন। যা সারা ভারতের কাছে তাক লাগানোর ব্যাপার।”জেলা তৃণমূলের চেয়ারম্যানের আরও দাবি, বিরোধীরা যে উন্নয়ন হয়নি বলে সমালোচনা করছে তা যে কত মিথ্যে তা এই দুমাসের দুয়ারে সরকার ও পাড়ায় সমাধানের মাধ্যমে উন্নয়নের ডেটা বেড়িয়ে এসেছে।
আরও পড়ুনঃ বুম্বাদার বিজেপি যোগের জল্পনা ওড়ালেন দিলীপ ঘোষ
সেটাই তার মোক্ষম জবাব। যা ওদের মুখে ঝামা ঘষে দিয়েছে। এর পাশাপাশি সদ্য সংযোজন “মা” প্রকল্প।তার আরও দাবি ভোট হয় উন্নয়নের নিরিখে। তাই তাদের আশা এই দশ বছরে যা উন্নয়ন হয়েছে তার ধারে কাছে বিরোধীরা ঘেঁষতে পারবে না।জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব বাবু এই বৈঠকে আরও দাবি করেন গত ১লা ডিসেম্বর থেকে ৮ই ফেব্রুয়ারী অবধি মাত্র দুমাস ধরে চলা ৭১৮ টি দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান শিবিরে জেলার ২ লক্ষ ৪৮ হাজার ৫৭৬ জন নানান সরকারি দফতরের প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন।
খাদ্যসাথী তে ১৩,২৮৩ জন, স্বাস্থ্যসাথীতে ৯৭ ০১৪ জন, কাস্ট সার্টিফিকেট ৭০,১১২, শিক্ষাশ্রী ১,৩৫৪, জয়জহর ৪৪১, তপশিলি বন্ধু ১, ৪৩৬, কন্যাশ্রী ৭,৮২১, রুপশ্রী ১,৯৪৬ জন, ১০০ দিনের কাজে ১৮,২১৫, ঐক্যশ্রী ১৩,৯১৩, কৃষক বন্ধু ২২,১৭৭ ও মানবিক প্রকল্পে ৮৬৪ জন উপকৃত হয়েছেন। যা নজিরবিহীন বলে তার দাবি।
আরও পড়ুনঃ ক্ষমতায় এলে টেট পরীক্ষার দুর্নীতি নিয়ে তদন্ত করবে বিজেপিঃশমীক ভট্টাচার্য
অপরদিকে পাড়ায় সমাধান শিবিরে পানীয় জলের ৩৬ টি দাবির মধ্যে ৬ টিতে সমাধানের পাশাপাশি ৩০ টির কাজ চলছে। রাস্তার পথবাতি ৩০ টির মধ্যে ৬ টি সমাধান করা গেছে বাকি ২৪ টির কাজ চলছে।স্যানিটাইজেশন ৮ টির মধ্যে ৪ টি সমাধান করা হয়েছে বাকি ৪ টি তে কাজ চলছে বলে তিনি তথ্য তুলে দাবি জানান।
আজকের এই সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূলের চেয়ারম্যানের পাশাপাশি জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য সুভাষ চাকি ও জেলা পরিষদের সভাপতি লিপিকা রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584