নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
নব্য বিজেপির নেতারা দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন আর বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী পরিবর্তন যাত্রায় প্রকাশ্যে অকাতরে জনসাধারণকে অর্থ বিলি করে যাচ্ছেন। বলে উঠল অভিযোগ।
প্রসঙ্গত গতকাল অর্থাৎ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পিছাবনীতে নব্য বিজেপি নেতারা আমপানের অনুদান নিয়ে দুর্নীতির অভিযোগ করলেন।
আমপান ও চাল নিয়ে যারা সবচেয়ে বেশি দুর্নীতি করলেন তাঁরা দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন বলে অভিযোগ তৃণমূলের। জনসমর্থন হারিয়ে বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র ষড়ঙ্গী পরিবর্তন যাত্রায় নগদ অর্থের হরিরলুট করছেন, বিজেপির মুখোশ খুলে পড়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।
আরও পড়ুনঃ জটেশ্বরের রাজনীতিতে ‘জল’
এই সম্বন্ধে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো – অর্ডিনেটর মামুদ হোসেন বলেন, “জনশক্তি নয় পেশী ও অর্থশক্তির আস্ফালনই বিজেপির মূল অস্ত্র। সেই সাথে বিভাজন ও মেরুকরণের রাজনীতিই বিজেপির শেষ যাত্রার পথ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584