সুদীপ পাল, বর্ধমানঃ
সরকারি জায়গা দখল করে বেআইনি নির্মাণ হচ্ছে দেখে বর্ধমান জেলা প্রশাসনের কর্তারা নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ওই একই জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয় তৈরীর কাজ ফের চালু করার নির্দেশ দিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু।
জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর পদে বর্তমান তিনি। দেবুবাবু বলেন, আধিকারিক এবং জনপ্রতিনিধিরা তৃণমূল পার্টির অফিস হচ্ছে সরকারি জায়গায় এরকম বলে নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এখন রাজ্য নেতৃত্বে নির্দেশে পার্টি অফিস তৈরি হচ্ছে।
আরও পড়ুনঃ স্কুলে তালা ঝোলাল স্থানীয়রা
রাজনৈতিক মহল মনে করছে, এই নির্দেশের পিছনে রয়েছে জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা এবং সহ-সভাধিপতি দেবু টুডুর রাজনৈতিক দ্বন্দ্ব। এই দুই নেতা-নেত্রীর সম্পর্ক মধুর নয়। তাই সহ-সভাধিপতির নির্দেশে কাজ ফের শুরু হওয়া আদতে সভাধিপতিকে হেয় করার মানসিকতা কাজ করছে বলে অনেকে মনে করছেন।
তাছাড়া জেলাশাসক বিজয় ভারতী মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন কাজ বন্ধ রাখার। এখন ফের তা চালু হওয়ায় ব্লক তৃণমূল নেতৃত্ব সরাসরি জেলাশাসকের সাথে সংঘাতের পরিস্থিতিতে চলে গেল।
তৃণমূলের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম বলেন, যে ঘরে বিধায়ক বসতেন তা বিক্রি হয়ে গেছে। তাই রাস্তার ধারে এই জায়গায় ঘর তৈরীর সিদ্ধান্ত হয়। তৃণমূলের অভিযোগ, প্রশাসন বৈষম্যমূলক আচরণ করছে। যদিও বিরোধী দলগুলির বক্তব্য প্রশাসন ঠিক পথে চললে তৃণমূল তখন প্রশাসনকে বয়কট করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584