তৃণমূলের নতুন জেলা সভানেত্রীকে নিয়ে সংবর্ধনা ও বর্ধিত সভা কান্দিতে

0
124

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

বুধবার মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সম্বর্ধনা এবং বর্ধিত সভার আয়োজন করা হয়।

Shaoni Singh Roy

এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি শাওনী সিংহ রায় সহ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কান্দির বিধায়ক অপূর্ব সরকারের উদ্যোগে এদিনের এই সভা থেকে তৃণমূল কংগ্রেস দলকে আরও মজবুত করার ডাক দিয়েছেন তৃণমূল নেতৃত্বরা।

আরও পড়ুনঃ সালার ব্লকে একদিনে ৭ হাজার জনকে টিকাকরণ

সভা শেষে নবনিযুক্ত জেলা সভাপতি সায়নী সিংহ রায়কে নওদা ব্লকের কেদারচাঁদপুর গ্রাম পঞ্চায়েতে অনাস্থা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ওই পঞ্চায়েতে যারা অনাস্থা এনেছে এবং যাদের বিরুদ্ধে আনা হয়েছে তারা তৃণমূল কংগ্রেসেরই সদস্য উভয়পক্ষকে বসিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here