নিজস্ব সংবাদদাতা,ঘাটালঃ
বিষমদ কাণ্ডের বাড়বাড়ন্ত সাথে চোলাই খেয়ে মৃত্যুতে ক্ষতিপূরণ নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপির রাজ্য স্তরীয় নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
নদীয়া জেলার শান্তিপুরের চৌধুরীপাড়া গ্রামে বিষাক্ত চোলাই মদপান করে বারোজনের মৃত্যু হয়েছে।অসুস্থ হয়ে এখনো হাসপাতালে ভর্তি আছেন আরও ২৫ জন।মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার মনোহরপুরে জনসভায় যোগদিতে আসেন বিজেপি নেতা জয় ব্যানার্জি।সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন,” এমনিতেই তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে।যেখানেই দেখছি সেখানেই মৃত্যু সেইখানেই পাপ।নেতা নেত্রীদের লোভের ভাইরাস ঢুকে গেছে। টাকা কামানোর জীবানু ঢুকে গেছে। তার অন্যতম উদাহরণ হচ্ছে শান্তিপুরে চোলাই মদ খেয়ে মৃত্যু।এটা শুধু পশ্চিমবঙ্গে দেখেছি সারা দেশ বিদেশ ঘুরে।
জয় বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এখন যেহেতু রোজভ্যালি,সারদা নেই।এখন এইসব করেই তৃণমূল পয়সা কমাচ্ছে।সেইজন্য লোভ এবং টাকা কামানোর যে ভাইরাস জীবনে ওদের ঢুকে গেছে এটা ক্যান্সারের চাইতেও বিপদজনক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584