তৃণমূলের মিষ্টি বিতরণ নিয়ে কটাক্ষ বিজেপির

0
45

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

লোকসভা ভোটে বিপুল পরাজয়ের পর এ বার বাঁকুড়া পৌরসভা নিজেদের দখল বজায় রাখতে উঠে পড়ে লাগল জেলা তৃণমূল। বৃহস্পতিবার দলের বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি শুভাশীষ বটব্যালের নেতৃত্বে শহরের ৪ নম্বর ওয়ার্ড-এর লালবাজারে পথ চলতি মানুষকে মিষ্টি বিতরণ করলেন কর্মী সমর্থকেরা।

নিজস্ব চিত্র।

এ বিষয়ে তৃণমূলের বাঁকুড়া জেলা সাংগঠনিক সভাপতি শুভাশীষ বটব্যাল জানান, সদ্য বিজয়া দশমী গেছে। বাংলার সংস্কৃতির অন্যতম বিজয়া দশমীর শুভেচ্ছা জ্ঞাপন। আমরা সেই কাজটাই করছি। পুজোর ছুটি ছিল। সবাই এই কটা দিন ব্যস্ত ছিলেন।

পথচলতিদের মিষ্টি বিতরণ। নিজস্ব চিত্র

অফিস আদালত খুলেছে। এদিন দলের পক্ষ থেকে পথচলতি মানুষকে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলকে মিষ্টি মুখ করালাম। তিনি আরও জানান, ৪ নম্বর ওয়ার্ড থেকে এই কর্মসূচী নেওয়া হয়েছে, যা শহরের বাকি ওয়ার্ডগুলিতেও চলবে।

শুভাশীষ বটব্যাল, সভাপতি, তৃণমূল। নিজস্ব চিত্র

যদিও বিজেপির তরফে বিষয়টি নিয়ে কটাক্ষ করা হয়েছে। সাংসদ ডাঃ সুভাষ সরকার বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। তাই মিষ্টি বিতরণ করে হারানো জমি পুনরুদ্ধার করতে চাইছে তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here