নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নিউজফ্রন্ট প্রকাশিত খবরের জেরে ‘দিদিকে বলো’ নম্বরে ফোন করে অসুস্থ স্বামীর চিকিৎসা করাতে না পেরে সপরিবারে স্বেচ্ছামৃত্যুর ইচ্ছা প্রকাশকারী গৃহবধূর অসুস্থ স্বামী আলিপুরদুয়ারের প্রদীপ মালাকারকে হাসপাতালে দেখতে এলেন আলিপুরদুয়ার জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বামী।
এদিন মৃদুল বাবু অসুস্থ প্রদীপের সুচিকিৎসার প্রতিশ্রুতি দেন হাসপাতালে।
জানা গেছে, গতকালই প্রদীপ মালাকারকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়ার কথা বলেছেন। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যান মৃদুল বাবু। সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেন। সুচিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখ্য, দিদিকে বলো কর্মসূচীতে ফোন করে সপরিবারে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছিলেন আলিপুরদুয়ারের এক গৃহবধু। আলিপুরদুয়ার শহর লাগোয়া চাপরেরপার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্মশানখলা এলাকার ওই গৃহবধুর দাবি সোমবার দিদিকে বলো কর্মসূচীতে দেওয়া ফোন নম্বরে ফোন করেন তিনি।
সেখানে তার কাজ আর নাহলে সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন ওই মহিলা। স্বামীর চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যেরও আবেদন জানিয়েছেন তিনি।
শ্মশানখলার মালাকার পরিবারের মোট সদস্য সংখ্যা চার জন। প্রদীপবাবুর মা, ছেলে ও স্ত্রী ও তিনি নিজে। তার শ্বশুরও অসুস্থ। একই পাড়ায় ভাড়া বাড়িতে থাকেন তিনি। তাকেও দেখাশোনা করতে হয় এই মালাকার পরিবারকে।
আরও পড়ুনঃ ‘দিদিকে বলো’ নম্বরে ফোন করে সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন গৃহবধূর
জানা গেছে,বাড়ির কাছেই রাস্তায় দীর্ঘ ১৬ বছরের বেশি সময় থেকে সোনার দোকান চালাতেন তিনি। ২০১৬ সালে নিউ আলিপুরদুয়ার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। তার পর থেকে তিনি শয্যাশায়ী। প্রথমে এই রাজ্যে তারপর হায়দ্রাবাদ ওড়িশা ও ব্যাঙ্গালোরে চিকিৎসা করিয়েছেন। সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু বর্তমানে টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারছেন না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584