নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
নির্বাচনের পূর্বে আবার গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা ২ নং ব্লক। বৃহস্পতিবার রাতে দিনহাটা ২ নং ব্লকের নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালমারা অঞ্চলের বুথ সভাপতি নির্মল মোদককে তৃণমূলপার্টি অফিস থেকে বাড়ি যাওয়ার পথে মারধরের অভিযোগ উঠল তৃণমূলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে।
গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। নির্মল মোদক বলেন তার বাড়ি ফেরার সময় হঠাৎই উদয়ন গুহ গোষ্ঠীর কয়েকজন তৃণমূল কর্মী তার উপর অতর্কিত হামলা চালায় এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। এমতাবস্থায় কোনরকমে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে তিনি দৌড়ে পালান। কি কারণে বারবার এই গোষ্ঠী কোন্দলের নগ্নরূপ সামনে আসছে তার সদুত্তর তৃণমূল নেতৃত্ব আজও দিতে পারেননি। সামনের বছর বিধানসভা নির্বাচন তার আগে দলের রাস কার হাতে থাকবে তা নিয়েই গোষ্ঠী কোন্দলে বারবার উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটার বিস্তীর্ণ এলাকা বলে মনে করছেন রাজনৈতিক মহল।
এতকিছুর পরেও পুলিশ প্রশাসনের ভূমিকা নির্বিকার। আঙ্গুল উঠছে পুলিশ প্রশাসনের দিকে। প্রশ্ন উঠছে তাহলে কি নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন? যদিও এই ঘটনার তদন্ত হবে বলে জানা গেছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। ঘটনার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584