তুফানগঞ্জে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, ভাঙচুর

0
16

মনিরুল হক, কোচবিহারঃ

ফের তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। তুফানগঞ্জ ১ নং ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের দ্বীপরপাড় এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, এলাকায় ১০০ দিনের মাটি কাটার দুর্নীতির অভিযোগকে ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের দ্বিপরপাড় এলাকায়।

tmc group conflict | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার সন্ধ্যায় এই এলাকায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। উত্তেজনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ যায় ঘটনাস্থলে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকেই এলাকায় উত্তেজনা চলছিল। এদিন তার বহিঃপ্রকাশ ঘটে। নাককাটি গ্রাম পঞ্চায়েত এলাকাজুড়ে এদিন বাইক মিছিল বের করে তৃণমূল।

আরও পড়ুনঃ আমপানের প্রভাবে ক্ষতিগ্রস্ত ফেরিঘাট পরিদর্শনে নবান্নের প্রতিনিধিরা

মিছিল শেষ হয় দ্বিপরপাড় এলাকায়। এর পরেই তৃণমূলের দুই নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এখানেই উঠে আসে ১০০ দিনের কাজের দুর্নীতির কথা। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

এলাকার তৃণমূল নেতা আমানুর হোসেনের অভিযোগ, ‘১০০ দিনের কাজের নাম করে নিজেদের বাড়িতে মাটি ফেলেন স্থানীয় তৃণমূল নেতা পিন্টু হোসেন ও এলাকার সুপার ভাইজার।

বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছি তুফানগঞ্জ ১ ব্লকে। আর এখানেই বিপত্তি। ঘটনার প্রতিবাদ করতেই আমার ওপর আক্রমণ নেমে আসে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

আরও পড়ুনঃ রেলে বদল হচ্ছে কর্মপদ্ধতি! একজন কর্মীকে সামলাতে হবে বহুমুখী দায়িত্ব

এই বিষয়ে পিন্টু হোসেন জানান, ‘আমার বিরুদ্ধে যদি কোনও প্রকার দুর্নীতি প্রমানিত হয়, তবে রাজনীতি ছেড়ে দেব। আমানুর যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।

সে বেশ কিছুদিন থেকেই বিজেপির হয়ে কাজ করছিল। যোগাযোগ করছিল বিজেপি নেতাদের সাথে। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর বিষয়টি জেলা নেতৃত্ব সহ ওপর মহলে জানানো হয়। সেই কারণেই এই ভিত্তিহীন অভিযোগ তুলছে সে।’

তুফানগঞ্জ থানা সূত্রের খবর, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here