পিয়ালী দাস,বীরভূমঃ
দিকে দিকে কাটমানি নিয়ে গণবিক্ষোভ গড়ে উঠছে বীরভূম জুড়ে।কোথাও কোথাও বসছে সালিশি সভা। সালিশি সভা থেকে তালিকা তৈরি করে কাটমানিতে অভিযুক্ত তৃণমূল নেতার কাছ থেকে টাকা ফেরত নেওয়ার মতো ঘটনাও ঘটছে।
বুধবার মল্লারপুরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে টাকা ফেরত নিয়ে অশান্তি শুরু হয়।দু’পক্ষের মধ্যে শুরু হয় ইঁটবৃষ্টি।অন্যদিকে সাঁইথিয়া থানার ভ্রম্ররকল গ্রাম পঞ্চায়েতের বেলিয়া গ্রামে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।
তারপর পুলিশের সামনেই অভিযুক্ত তৃণমূল নেতাকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় টাকা ফেরত দেওয়ার জন্য।
অভিযুক্ত নেতার গ্রামের কতজন মানুষের কাছে টাকা নিয়েছে তার তালিকা তৈরি করে সেই তালিকার নিচে সই করিয়ে নেওয়া হয়।
সিউড়ি থানায় ২ নম্বর ব্লকের সোমা গ্রামে এিলোচোন মুখোপাধ্যায় আবার গ্রামবাসীদের তৈরি তালিকা নাম নিজের মুখে পড়ে পড়ে টাকা ফেরত দেন।২ লক্ষ ২৪ হাজার টাকা ফেরত দেন তিনি।
প্রত্যেক ক্ষেত্রে গ্রামবাসীদের অভিযোগ তিনি স্থানীয় তৃণমূল নেতারা ১০০ দিনের কাজের জব কার্ড আটকে রাখত, এবং ১০০ দিনের কাজের টাকা ব্যাংকে ঢুকলেই মূলত নেতা জব কার্ড নিয়ে হাজির হতো,কাটমানি না দিলে ব্যাংক থেকে টাকা তোলার অনুমতি মিলিত না পাওয়া যেত না জব কার্ড,বাধ্য হয়ে সরকার থেকে প্রাপ্ত টাকার কাটমানি দিতে হতো।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন,যেভাবে আমরা গরিব মানুষকে বাড়ি দিয়েছি তা নজিরবিহীন।এমনও মানুষ হয়েছেন যারা ব্যাংকের একাউন্ট খোলা তো দুরের কথা সরকারি নিয়মের ২৫ হাজার টাকা জমা দেওয়ার ক্ষমতা রাখে না,তাদেরকেও সাহায্য করে বাড়ি দেওয়া হয়েছে। তারপরে কিছু সুবিধাবাদী মানুষ আর বিজেপি হাত মিলিয়ে এই ধরণের অশান্তি পাকাচ্ছে।
যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ কারো থেকে থাকে তাহলে পরামর্শ দেব আইন নিজের হাতে না তুলে পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করুন, পুলিশ যা ব্যবস্থা নেবার নেবে।
অন্যদিকে বিজেপি জেলা সভাপতি রামকৃষ্ণ রায় সাফ বলেন,কোন বিজেপি নয়, সাধারণ মানুষ ক্ষেপে গিয়েছে তাদের ন্যায্য পাওনা টাকা পাবার জন্য।বিজেপি কেন উস্কানি দিতে যাবে।
আরও পড়ুনঃ সিতাইয়ে গোষ্ঠী কোন্দলে গুলিবিদ্ধ বিজেপি কর্মীর মা
রঞ্জিত নিজেই বলেছে,যারা কাটমানি খেয়েছেন তাদেরকে ফেরত দিতে হবে,তাই অযথা বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই।তৃণমূল এখন দুর্নীতিতে ভরে গেছে, মানুষ তার হিসাব বুঝে নেবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584