বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রীকে হেনস্থা ও কালো পতাকা দেখানোর প্রতিবাদে ধিক্কার মিছিল সালারে

0
113

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

বুধবার উত্তরপ্রদেশের বারাণসীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পথ আটকে বিজেপির বিক্ষোভের প্রতিবাদে বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সালারে মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব সভাপতির নেতৃত্বে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব সভাপতি আনোয়ারুল ইসলাম, এছাড়া বিভিন্ন তৃণমূল কয়েক হাজার সাধারণ কর্মী ও নেতৃবর্গ।

Anarul Islam
আনোয়ারুল ইসলাম। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ সালার ডাকবাংলো মোড় থেকে এই মিছিলের সূচনা হয়। পথ পরিক্রমা করে সালার চৌরঙ্গী মোড়ে মিছিল শেষ হয় এবং মিছিল শেষে এক পথসভার আয়োজন করা হয় এদিন।

Protest rally
ধিক্কার মিছিল। নিজস্ব চিত্র

এদিনের সভায় বক্তৃতা রাখেন মুর্শিদাবাদ জেলা যুব সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ। গতকালের নক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি।

আরও পড়ুনঃ রঘুনাথপুরে কাটমানি নিয়ে বড়সড় পদক্ষেপ নিলো তৃণমূল, চাঞ্চল্য

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here