সোমবারও সরগরম দাঁতন, শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের

0
80

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মসূচির ২৪ ঘন্টার মধ্যে পাল্টা কর্মসূচি নিলো তৃণমূল। রবিবার বিজেপির আয়োজনে মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে তার প্রতিবাদ জানাতে পাল্টা মিছিল ও পথসভা করে দাঁতন ১ ব্লক তৃণমূল কংগ্রেস। এদিন এই মিছিলে পা মেলান প্রায় ৩০ হাজার দলীয় কর্মী ও সমর্থকরা।

TMC Sabha | newsfront.co
নিজস্ব চিত্র

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার জেলা সভাপতি অজিত মাইতি, তৃণমূল যুব কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের জেলার মুখপাত্র দেবাশীষ চৌধুরী, বিধায়ক দিনেন রায়, বিক্রম প্রধান, শ্রীকান্ত মাহাতো,প্রদুৎ ঘোষ, পরেশ মুর্মু,দাঁতন এক ব্লক তৃনমূলের সভাপতি প্রতুল দাস ও তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিশংকর মিশ্র সহ আরো অনেকে।

TMC meeting | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির সন্ত্রাস ও মিথ্যাচারের প্রতিবাদে সোমবার বিকালে দাঁতনের সরাই বাজারে তৃণমূলের পদযাত্রা ও সভায় মানুষের ঢল নেমেছিল। সভায় উপস্থিত তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি তীব্র ভাষায় শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করেন। তিনি বলেন শুভেন্দু অধিকারী তার অনুগামীদের বিপথগামী করছেন।

তিনি বিজেপিতে যোগদান করে যে ভাষায় তৃণমূলকে আক্রমণ করছে তা তৃণমূল কর্মীরা মন থেকে মেনে নিতে পারছে না। তাই এ দিনের মিছিলে স্লোগান ছিল গদ্দার শুভেন্দু হঠাও, বাংলা বাঁচাও, মীরজাফর শুভেন্দু হটাও ,দেশ বাঁচাও, বেইমান-বিশ্বাসঘাতক শুভেন্দু অধিকারী হঠাও। তিনি বলেন সাধারণ কর্মীদের আবেগ কে চেপে রাখা যায়না। তাই সাধারণ কর্মীরা দলে দলে এই সভায় শামিল হয়েছেন।

আরও পড়ুনঃ তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের ছবিতে পানের পিক, চাঞ্চল্য এলাকায়

তিনি শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেন তৃণমূলকে ছিন্নমূল বলে উনি যেভাবে আক্রমণ করছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এর উপযুক্ত জবাব পাবেন। পশ্চিম মেদিনীপুর জেলার একটি আসনেও বিজেপি প্রার্থী কে উনি জয়লাভ করাতে পারবে না, কারণ উনার সাথে মানুষ নেই।

উনি কি ধরনের মানুষ তা বাংলার মানুষ বুঝে নিয়েছেন। মুখে ক্ষুদিরাম আর হাত ধরবে নাথুরামের এটা বাংলার মানুষ অর্থাৎ মেদিনীপুরের মানুষ কোন মতেই মেনে নেবে না। স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর সেই মেদিনীপুরের মাটি অতি পবিত্র। মেদিনীপুরের মাটি থেকে ইংরেজদের ভারত ছাড়ার জন্য আন্দোলন শুরু হয়েছিল, দেশের জন্য ক্ষুদিরাম আত্ম বলিদান দিয়েছিল।সেই ক্ষুদিরামের মাটি মাতঙ্গিনী হাজরার মাটি বিদ্যাসাগরের মাটির মেদিনীপুর শুভেন্দু অধিকারী কে আগামী দিনে উপযুক্ত জবাব দেবে।

আরও পড়ুনঃ জেলায় নেই কর্মসংস্থান, মালয়েশিয়ায় ক্রিতদাসের জীবন কাটাচ্ছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, “পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার একটি আসনেও বিজেপি জয়লাভ করতে পারবে না। এখন শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলছেন। উনি তো দুদিন আগেই বলেছিলেন বিজেপি হটাও দেশ বাঁচাও।উনি নোট বন্দি আন্দোলনে শামিল হয়েছিলেন।

সৌমিত্র খাঁ নিজেই বলেছেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর আসনে তাকে জয়লাভ করতে শুভেন্দু অধিকারী সহায়তা করেছে। এরূপ বিশ্বাসঘাতক ভারতবর্ষে কম পাওয়া যায়। যিনি তিনটে দফতরের মন্ত্রী ছিলেন তিনি কেন এলাকার উন্নয়ন করেননি। তিনি আজকে বলছেন আমি ল্যাম্পপোস্ট তৃণমূলে একটাই পোস্ট, তাহলে এতদিন দলে ছিলেন কেন।” তিনি তীব্র ভাষায় শুভেন্দু কে কটাক্ষ করে একের পর এক প্রশ্নবান ছুঁড়ে দেন।

আরও পড়ুনঃ শ্রম দফতরের বৈঠকে মন্ত্রীদের সামনেই নেতাজি ইন্ডোরে ধুন্ধুমার

দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান বলেন রবিবার দাঁতনের সরাই বাজারে শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসকে এবং দলনেত্রীকে কটাক্ষ করে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন তা অতি নিন্দনীয়, সোমবার তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিজেপি কর্মীদের মদত দিচ্ছে। একটা তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লেই আমরা তার উপযুক্ত জবাব দেবো।”

তিনি শুভেন্দু অধিকারী কে বলেন,”চোরের মায়ের বড় গলা। বিজেপিতে যোগদান করে এখন বড় বড় কথা বলা হচ্ছে। কেন তার বাবা এবং দুই ভাই তৃণমূলে রয়েছে। যে নিজের বাড়িতে এখনও পদ্ম ফোটাতে পারেনি সে নাকি গোটা বাংলায় পদ্ম ফোটাবে। পদ্ম ফুটিয়ে তিনি ঘুমাতে যাবেন। বাংলার মানুষ কোথায় পদ্মফুল ফোটে সেটা ভালোভাবে জানে। মোরাম মাটিতে পদ্ম ফোটে না পদ্ম ফোটে পাঁকে।

এই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি মুছে যাবে বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের প্রতি তৃণমূলের আশাভরসা রয়েছে আস্থা রয়েছে। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল আছে আগামী দিনে থাকবে। তাই নৈরাজ্য সৃষ্টিকারী সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে বাংলার মাটিতে বাংলার মানুষ জায়গা দিবে না।”

সেই সঙ্গে তিনি বলেন যে কৃষি বিল কৃষকদের ক্ষতিকারক যে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে ৪০ জন কৃষকের মৃত্যু হয়েছে হাজার হাজার কৃষক দিল্লির রাজপথে আন্দোলন শুরু করেছে তাদের পাশে না দাঁড়িয়ে মেদিনীপুরে একজন কৃষকের বাড়িতে খেয়ে ছবি তুলে প্রচার করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি তীব্র ভাষায় বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি অমিত শাহ ও বিজেপি নেতাদের বলেন কৃষকের পাশে থাকুন কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহার করুন। তা না করে কৃষকদের সর্বনাশ করার জন্য আপনারা এভাবে লোক দেখানো ছবি তুলে প্রচার করবেন না। সর্বশেষে তিনি বলেন পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ তৃণমূলের পাশেছিল,আছে ও আগামী দিনে থাকবে। তার প্রমাণ সোমবার দাঁতনের সরাই বাজারে যে সমাবেশ হয়েছে তা জনসমুদ্রে পরিণত হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here