রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
কান্দি তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূলের শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল বৃহস্পতিবার সন্ধ্যায় । এদিন বহরমপুর জেলা পার্টি অফিসে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কান্দির মহলন্দী ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রায় শতাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগাযোগ করেন। একটি অঞ্চল থেকেই একাধিক তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান তাহলে সামনে পঞ্চায়েত ভোটে কি কংগ্রেসের! স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অঞ্চল কমিটির তৃণমূল নেতা থেকে বুথ কমিটির একাধিক তৃণমূল নেতা কংগ্রেসে যোগাযোগ করে অধীরের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এদিন কংগ্রেসে যোগদানকারীরা বলেছেন কান্দিতে তৃণমূল তোলাবাজির পার্টি হয়ে গেছে, তৃণমূলে এখন কোনো গণতন্ত্র নেই। সাধারণ মানুষের কোনো কাজ হচ্ছে না।। তাই দাদার অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে সামনে এগিয়ে যেতে চান তাঁরা। সামনে পঞ্চায়েত নির্বাচন তার আগে কান্দির তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানের ফলে কংগ্রেসের হাত শক্ত হল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584