দিলীপ ঘোষের মাথার পরীক্ষা করা উচিত, মন্তব্য তৃণমূলের

0
128

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মাথার পরীক্ষা করা উচিত বলে তোপ দাগলেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। তৃণমূল জেলা সভাপতি বলেন, দিলীপ বাবুর মাথায় সব সময় নেগেটিভ চিন্তাধারা প্রাধান্য পাচ্ছে। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উচিত দিলীপবাবুর মাথার টেষ্ট করানো। তারপর তাকে যেখানে রাখার সেখানে যেন রেখে আসা হয়।

ajit maity | newsfront.co
নিজস্ব চিত্র

তিনদিন ধরে পশ্চিম মেদিনীপুর সফরে আছেন দিলীপবাবু। এরই মাঝে তিনি খড়্গপুরকে তৃণমূল করোনা হাবে পরিণত করেছে বলে বিতর্কিত মন্তব্যও করেন। খড়্গপুর পুরসভার বিদায়ী উপপুরপ্রধান করোনা আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি ওই মন্তব্য করেছিলেন।

আবার তাদের সংস্পর্শে আসা প্রায় একশো জনের করোনা রিপোর্ট নেগেটিভ আসা নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ বাবু। শনিবার বিজেপি ও কেন্দ্রীয় সরকারের নীতিহীনতার প্রতিবাদে ডাকা সাংবাদিক সম্মেলনে অজিতবাবু দিলীপবাবুকে উদ্দেশ্য করে বলেছেন, ওদের সবেতেই আপত্তি। কেন্দ্রীয় সরকারেরই পাঠানো কিটে করোনা পরীক্ষা হচ্ছে।

আরও পড়ুনঃ পুলিশ, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন দিলীপ

সেই রিপোর্ট নেগেটিভ এলেও প্রশ্ন তুলছেন দিলীপবাবুরা। অজিতবাবু বলেছেন, দিলীপবাবুরা মাঠে ঘাটে ঘুরে কাজ করেননি। কলকাতার ঘরে বসেই সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে দায়িত্ব সেরেছেন। তাই তাদের করোনাও হয়নি।

সাধারণ মানুষের দুঃখ দুর্দশার সাথী হতে গিয়ে কোন কোন তৃণমূল নেতাকর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন। তাতে কি এসে যায়। চিকিৎসাতে তারা সুস্থও হয়ে উঠছেন। দিলীপবাবুর মতো পরিযায়ী পাখি নন তারা। এদিন কেন্দ্রীয় সরকারের বিদেশ নীতি থেকে শুরু করে অস্বাভাবিক হারে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি সব বিষয়েই বিজেপির সমালোচনা করেছেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ও জেলা কো অর্ডিনেটর দীনেন রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here