বিধায়ক মনিরুল ইসলামকে কড়া হুঁশিয়ারি দিলেন ‘কেষ্ট দা’

0
225

পিয়ালী দাস, বীরভূমঃ

“লাভপুরে দাঁড়ালে কুকুরের মত তাড়াব। আর এরপর তৃণমূল কর্মীর উপর আক্রমণ হলে বাড়ি মাঠে পরিণত হবে”।

লাভপুরের তৃণমূল নেতা সুফল বাগদি খুনের ঘটনায় বিধায়ক মনিরুল ইসলামকে এভাবেই কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল।

anubrata mondal | newsfront.co
সভায় বক্তব্য রাখছেন অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র

তৃণমূল কর্মী সুফল বাগদি খুনের প্রতিবাদে লাভপুরের বাঘা গ্রামে এক সভা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই সভায় উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহও। সভায় বক্তব্য রাখতে গিয়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক মণিরুল ইসলামের উদ্দেশে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল।

তিনি বলেন, “ভালো কর্মী থাকলে বিজেপি ভয় পাচ্ছে। এক মাথা মোটা, ডাস্টবিন থেকে তুলে এনে তাঁকে এম.এল.এ করেছিলাম। ডাস্টবিনে জানেন তো? অনেক ময়লা পড়ে থাকে। সেই ময়লাটা পুকুরে ধুয়ে এম.এল.এ করেছিলাম… ছাড়ব না, আগেও ছাড়িনি। আজকেও ছাড়ব না।”

আরও পড়ুনঃ পুর নির্বাচনের আগেই দল ছাড়লেন তৃণমূল ও সিপিএম নেতা, যোগ বিজেপিতে

এরপরই আত্মবিশ্বাসের সঙ্গে অনুব্রত মণ্ডল দাবি করেন যে, “লাভপুরে যে-ই দাঁড়াবে, ৬০ হাজার ভোটে জিতব, উন্নয়ন করেছি যে। মানুষের ভোট চাওয়ার আমাদের অধিকার আছে যে।” ঠিক তখনই সভায় উপস্থিত কেউ তাঁকে প্রশ্ন করেন, “মণিরুল ইসলাম যদি বিজেপির হয়ে এখান থেকে দাঁড়ায়?জবাবে হুঁশিয়ারির সুরে অনুব্রত মণ্ডল বলেন, “ভালো হয়। ও দাঁড়ালে খুব ভালো হয়৷

আমি তো চাই ও দাঁড়াক। সাহায্য লাগলে করব৷ তারপর কুকুরের মত তাড়াব৷ এরপরেও তৃণমূল কর্মী আক্রমণ হলে দেখব। সে পালিয়ে যাবে, কিন্তু বাড়িটা তো থাকবে৷ সকালে দেখবে বাড়িটা মাঠ হয়ে গেছে। এই এলাকার মানুষ তো ছেড়ে দেবে না।”

এদিকে তৃণমূল কর্মী সুফল বাগদির খুনের ঘটনায় মুর্শিদাবাদের বড়য়ো থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here