শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে মধ্যযুগীয় বর্বরতার কাণ্ডে অবশেষে গ্রেফতার হলেন মূল অভিযুক্ত অমল সরকার।
আজ গঙ্গারামপুর থানার পক্ষ থেকে গঙ্গারামপুর নালাগোলা রাস্তায় একটি বেসরকারি বাস থেকে গ্রেফতার করা হয় নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল উপপ্রধান অমল সরকারকে।
আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ, বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ
উল্লেখ্য, ৩১ জানুয়ারি গঙ্গারামপুর থানার নন্দনপুর এলাকায় তৃণমূল পরিচালিত নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি রাস্তার কাজ হচ্ছিল। ওই এলাকার বাসিন্দা স্মৃতিকণা দাস পেশায় শিক্ষিকা।
জানা গেছে, জোরজবস্তি করে রাস্তা করার অভিযোগ ওঠে তৃণমূল উপ-প্রধান অমল সরকার ও তার দলবলের বিরুদ্ধে। কাজে বাধা দিতে গেলে স্মৃতিকণা দাস ও তার দিদির উপর মধ্যযুগীয় বর্বরতা চালায় অমল সরকার ও তার দলবল— এমনই অভিযোগ।
সূত্রের খবর, তাদের দুজনকে হাত-পা বেঁধে একটি ঘরের সামনে ফেলে রাখা হয়। এরপর স্থানীয় লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।
এরপর স্মৃতিকণা দাসের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গঙ্গারামপুর থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে। আজ মূল অভিযুক্ত অমল সরকারকে গ্রেফতার করে গঙ্গারামপুর থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584