ভাস্কর ঘোষ, কান্দি: বড়ঞা থানার ডাকবাংলা থেকে মিটিং সেড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে জখম হলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা। আহত মুস্তাফা শেখকে কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার কুরুননুরুন পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনায় অভিযোগের তীর সিপিএম ও বিজেপি আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে।
যদিও বিজেপি -র জেলা সভাপতি গৌরিশঙ্কর ঘোষ বলেন, কাল সকাল থেকেই আমাদের দলের সংকল্প অভিযান চলছে। সকাল থেকেই আমাদের দলের সমস্থ কর্মীরা ফরাক্কায় আছে। বড়ঞা এলাকার ৮০ জন এখানে আছে। তৃণমূল নিজেদের দলের অন্তঃদ্বন্ধ ঢাকতে বিজেপি -র নামে অভিযোগ তুলছে। এটা মিথ্যা অভিযোগ। বিজেপি হিংসার রাজনীতি বিশ্বাস করে না।
অন্যদিকে মুর্শিদাবাদের জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, ওটা ওদের গোষ্ঠীদ্বন্দের ফলেই ঘটেছে। এই ঘটনার সঙ্গে সিপিএমের কোন সম্পর্ক নেই। এটা আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে।
তৃনমূলের দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ডাকবাংলায় মিটিং করতে যান কুরুননুরুন অঞ্চলের কার্যকরী সভাপতি মুস্তাফা শেখ। মিটিং শেষ করে রাতে বাড়ি ফেরার পথে শ্রীরামপুর গ্রামের মাঝে হঠাৎ তাকে লক্ষ্য করে দু’টো বোমা ছোড়ে দুস্কৃতিরা । সেগুলি অবশ্য ফাটেনি। এরপর তাঁর বাইক লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছোঁড়া হয়। তার মধ্যে দু’টি মাটিতে ফাটে। একটা বোমা তাঁর বাইকের হ্যান্ডেলে ফেটে চোখে আঘাত লাগললে বাইক ফেলে দিয়ে ছুটতে থাকেন। তখন সামনের আর একটা গলি থেকে আবার দু’টো বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে সে মারাত্মকভাবে জখম হলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে।
বড়ঞা থানার ওসি অরিন্দম দাস বলেন, তৃনমূল নেতাকে বোমা ছোড়ার ঘটনায় অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584