মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন দক্ষিণ দিনাজপুরে

0
41

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

বাড়ির সামনে মদ্যপদের অসভ্যতার প্রতিবাদ করায় প্রতিবাদি এক বিজেপি কর্মীকে গাছের সাথে বেঁধে রেখে লোহার রড দিয়ে আক্রমণ স্থানীয় তৃণমূল কর্মীদের। গুরুতর আহত চন্ডি ওরাও ওরফে বুধু নামের ওই বিজেপি কর্মী বর্তমানে বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন।

tmc leader beat up to bjp leader in south dinajpur | newsfront.co
নিজস্ব চিত্র

মধ্যযুগীয় এই বর্বরতার আক্রমণের ঘটনাটি ঘটেছে আজ সকালে দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের ভারিলা অঞ্চলের অভিরামপুর গ্রামে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

tmc leader beat up to bjp leader in south dinajpur | newsfront.co
নিজস্ব চিত্র

দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি দলের নেতা তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, গতকাল ওই গ্রামের বাসিন্দা তাদের দলের কর্মী চন্ডি ওরাও -এর বাড়ির সামনে স্থানীয় তৃণমূলের কয়েকজন মদ্যপ অবস্থায় অসভ্যতা করছিল।

আরও পড়ুনঃ কালিয়াচকে অস্ত্র সহ গ্রেফতার ছিনতাইবাজের দল

patient in hospital | newsfront.co
নিজস্ব চিত্র

সে সময় চন্ডি ওরাও বাড়ির বাইরে বেড়িয়ে এসে প্রতিবাদ করে তাদের সেখান থেকে চলে যেতে বলে। সাংসদের আরও অভিযোগ আজ সকালে ওই মদ্যপ তৃণমূলীরা চন্ডি ওরাওকে বাড়ি থেকে বের করে একটি গাছের সাথে বেঁধে রেখে লোহার রড দিয়ে ব্যাপক মারধোর করে।

পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি করে নেন। তিনি তৃণমূলের এই আক্রমনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

যদিও জেলা তৃণমূলের কার্যকরি সভাপতি দেবাশীষ মজুমদার অভিযোগ অস্বীকার করে জানান পাড়া পড়শির বিবাদের ঘটনায় বিজেপি রঙ চড়িয়ে তৃণমূলের উপর চাপাতে চাইছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here