তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল স্তরের নেতার

0
39

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতির পদকে ঘিরে কার্যত প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠী কোন্দল।

দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় নিজেদের দলেরই ভাবমূর্তি নষ্ট হল তৃণমূলের। এমন প্রশ্নের উত্তরে, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান কাউন্সিলর দেবপ্রসাদ মন্ডল বলেন দলের ভাবমূর্তি সেদিনই নষ্ট হয়েছে যেদিন সিপিএম থেকে আসা কাটমানি খাওয়া শ্যামল আদককে পুরসভার চেয়ারম্যানের পদে বসিয়েছে।

debprasad mandol | newsfront.co
দেবপ্রসাদ মন্ডল। নিজস্ব চিত্র

এছাড়াও কাঁথির অধিকারী গড়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। তিনি শিশির অধিকারীর নাম নিয়ে বলেন, শিশিরবাবু কথা দিয়েছিলেন আমায় চেয়ারম্যান করবেন। কিন্তু তিনি আমার প্রতি কোন সৌজন্যতা না দেখিয়ে একেবারে হুইপ জারি করে আমায় সরিয়ে শ্যামল আদককে চেয়ারম্যানের পদ দেন।এছাড়া একরাশ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ২০১১ সাল থেকে হলদিয়ায় ক্ষমতায় এসেছে, জেলা পরিষদের ক্ষমতায় এসেছে, কিন্তু জেলা তৃণমূল কংগ্রেস -এর দলীয় কার্যালয় নেই। কিন্তু বাকি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত জেলা কার্যালয় রয়েছে হলদিয়ার বুকে।

আরও পড়ুনঃ হাতির হানায় ভাঙল ৬টি ঘর

সে বিষয়ে কিছু বলতে গেলেই তাকে প্রতারক বলে কটাক্ষ করছেন কাঁথির দিব্যেন্দু অধিকারী, এমনটাই অভিযোগ তার। পাশাপাশি বলেন, কাঁথি থেকে লোক নিয়ে এসে চেয়ারম্যান, এইচ ডি এর চেয়ারম্যান, ব্লক চেয়ারম্যান ,কাঁথির লোককে হলদিয়ার সবকিছু দায়িত্ব সঁপে দিয়েছে,হলদিয়ার মানুষ হিসেবে আমরা সকলেই বঞ্চিত, এ বিষয়ে জেলা তৃণমূলের কার্যকরি সভাপতি অখিল গিরিকে জানিয়েও কোন ফল হয়নি।

এছাড়াও তিনি বলেন এমন মন্তব্য করে কিছু বলতে গেলেই প্রতারক হয়ে যাচ্ছি, আমাদের ঘাড়ে বিপদের বোঝা চেপে যাচ্ছে । তৃণমূলের নাম করে দেবপ্রসাদবাবু বলেন তৃণমূল কংগ্রেসের লজ্জা যে হলদিয়ার একটা মডার্ন ফ্যাক্টারির মেশিনপত্র, ইঁট সহ নানান সরঞ্জাম রাতের পর রাত লরি ভর্তি হয়ে জলের দরে পাচার হয়ে যাচ্ছে। কে বা কারা নিয়ে যাচ্ছে পুলিশও বলতে পারছে না, কেউ বলতে পারছে না।

এমনকি নিজের শাসকদলেরই লোকজন ও পুলিশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মুখ খুললেন কাউন্সিলর। তিনি বলেন বহু পুরোনো কোম্পানি এইচ. এফ. সির সমস্ত মালপত্র পুলিশের সাথে যোগসাজশ করে দলেরই কিছু লোক পাচার করছে, যে কথা বিজেপি বা সিপিএমের বলা উচিত তা হলদিয়ার পুলিশের কাছে আমরা অভিযোগ করেও কোন সুরাহা পায়নি।

আরও পড়ুনঃ রাণীনগরে জলে ডুবে মৃত দুই বোন

আজ হলদিয়ার ডকে কয়লা চুরির বিশাল আখড়া তৈরি হয়েছে, যা চুরি যাওয়া কয়লা হলদিয়ার চিরঞ্জীবপুরে জমা রাখা হয়েছে, সেই চুরির ভাগ নিচ্ছে চেয়ারম্যান ,আর সেই চোর চেয়ারম্যানকে পুরসভার দায়িত্ব দেওয়া হবে তা আমরা মানব না এমনটাই বিস্ফোরক অভিযোগ আনল প্রাক্তন পুরপ্রধান তথা কাউন্সিলর দেবপ্রসাদ মন্ডল। তবে অন্যদিকে দেবপ্রসাদ বাবুর এমন প্রতিবাদকে সমর্থন করেছেন ভারতীয় জনতা মজদুর ইউনিয়নের সভাপতি প্রদীপ বিজলী।

দেবপ্রসাদবাবুকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনার প্রশ্ন তুললে তিনি বিজেপিতে যাওয়ার সম্ভাবনার সত্যতা উড়িয়ে দিয়ে বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে একদল আমাদের বিরুদ্ধে মিথ্যে প্রচার চালাচ্ছে কিন্তু তারাই বিজেপিতে নাম লিখিয়ে বসে আছে। কিন্তু মমতা ব্যানার্জী যতদিন রয়েছে ততদিন আমরা দল ছাড়ব না, তৃণমূলে আছি তৃণমূলেই থাকব, এমনটা স্পষ্ট জানিয়েছেন তিনি।

তৃণমূলে থেকে গোপনে বিজেপির সাথে যোগাযোগ রেখে একদল এমন দ্বন্দ্ব তৈরি করছে, তারা হলদিয়ায় তৃৃণমূলের বড় সংগঠনটাকে ভেঙে চুরমার করে দিয়ে বিজেপির সংগঠন গড়তে চাইছে। এমন কথাও উঠে এল কাউন্সিলরের কন্ঠে।

আরও পড়ুনঃ ফালাকাটায় আয়োজিত হল সশক্তিকরণ অনুষ্ঠান

যারা মমতা ব্যানার্জীর দলে থেকে তার আদর্শ ধ্বংস করছে, হলদিয়ার মানুষকে বিচ্ছিন্ন করে হলদিয়াকে কুরে কুরে খেয়ে একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে হলদিয়ার দায়ভার থেকে মুছে ফেলতে সাধারণ মানুষকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানায় প্রাক্তন পুরপ্রধান, তথা বর্তমান কাউন্সিলর দেবপ্রসাদ মন্ডল।

আজকে দলের একটা গোষ্ঠী, সিপিএম, বিজেপির বিরুদ্ধে না এসে আমাদেরই বিরুদ্ধে একজোট হয়ে আমাদের মতো তৃণমূলের পুরােনো লোকজন এবং পুরােনো শ্রমিকদের বিরুদ্ধে চক্রান্ত করে আমাদের একঘরে করে দেওয়ার চেষ্টা চলছে। বলে তিনি অভিযোগ আনেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here