নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
দোল উৎসবের দিনে দুই পক্ষের বচসার জেরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বড়ঞা থানার কাঁকড়া গ্রাম। এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।
সুত্রের খবর, গ্রাম পঞ্চায়েত সদস্য তরুণ ভল্লা, বিগত কয়েক বছর ধরে গ্রামের একাধিক মানুষকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করছে।
এই কর্ম কাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে অভিযুক্ত তরুণ ভল্লার সাথে বচসার সৃষ্টি হয় ওই গ্রামের বাসিন্দা কার্তিক ভল্লা ও তার পরিবারের। এবং তারপরেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে কার্তিক ভল্লা।
আরও পড়ুনঃ নিষিদ্ধ ড্রাগস, তক্ষক উদ্ধারে বড়সড় সাফল্য রায়গঞ্জ পুলিশের
অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রতিবাদে ও তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের করা হয়। সে কারণে এদিন অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্য অপ্রকৃতস্থ অবস্থায় অভিযোগকারী কার্তিক ভল্লার বাড়িতে এসে হামলা চালায়। এমনকি তার পরিবারের মহিলাদের উপরেও আক্রমণ চালায় বলে জানা যায়।
তারপরেই শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ইঁট বৃষ্টি। দোল উৎসবের দুপুরেই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে বড়ঞার কাঁকড়া গ্ৰাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন হয়েছে বড়ঞা থানার পুলিশ।
যদিও এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্য পলাতক বলে দাবি তাঁর পরিবারের। ঘটনা প্রসঙ্গে সাহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন-‘মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্দেশ দিয়েছেন,দুর্নীতিগ্রস্ত কোন ব্যক্তিকে দলের কোন পদে অথবা দলের সংস্পর্শে রাখা যাবে না। এই ঘটনার কথা জানতে পেরেছি। পুরো ঘটনা খতিয়ে দেখে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে দলের পক্ষ থেকে’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584