সুদীপ পাল,বর্ধমানঃ
২১ জুলাই-এর মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন ব্ল্যাকমানি ফেরতের দাবিতে আন্দোলন করতে হবে। তা পালন করতে ২৬ ও ২৭ জুলাই বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে বলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সূত্রে জানা যায়। ব্ল্যাকমানির পাশাপাশি কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তৃণমূলের নেতৃত্ব এবং দলের কর্মীরা সরব হবেন বলে জানা যাচ্ছে।
তৃণমূলের জেলা সহ-সভাপতি তথা বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, প্রতি ব্লকে ২৬ জুলাই মিছিল হবে। পঞ্চায়েতেও মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। ব্ল্যাকমানি ফেরতের দাবি কি, ব্ল্যাকমানির সাথে দেশের কি সম্পর্ক পুরো বিষয়টি জেলার বাসিন্দাদের বোঝানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাসিন্দাদের দরজায় দরজায় গিয়ে এই প্রচার চলবে বলে জানা যাচ্ছে। রাজ্য কমিটির তরফে এই বিষয়ে একটি রূপরেখা দেওয়া হয়েছে।
তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা চেয়ারম্যান ভি শিবদাসন দাবি করেন, শুধু ব্ল্যাকমানি নয় কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্প নিয়ে বিজেপি নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় দুর্নীতি করেছেন বলে যে অভিযোগ উঠেছে সে সম্বন্ধে বাসিন্দাদের সচেতন করতে হবে।
আরও পড়ুনঃ স্কুল পড়ুয়াকে মারধোর, প্রতিবাদে অবরোধ, ধৃত ২
যদিও তৃণমূলের এই কর্মসূচি ধর্তব্যের মধ্যেই আনছেন না বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই। পায়ের তলা থেকে তৃণমূলের মাটি সরে গেছে, তাই মানুষকে ভুল বোঝাতে এসব করছে বলে তিনি কটাক্ষ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584