নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
আদালতের নির্দেশে বাঁকুড়া জেলায় প্রবেশ করেই বিষ্ণুপুরে সদস্য অভিযান সভায় তৃনমূলের নেতাদের নাম করে আক্রমণের সুর শোনা গেল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের কণ্ঠে।
কাটমানি সহ বিভিন্ন ভাবে আর্থিক সম্পত্তির বহর বেড়েছে তৃনমুল নেতাদের। কিভাবে বাড়লো এর হিসেব নেবেন গ্রামে গিয়ে এলাকায় গিয়ে। তিনি এদিন বলেন তৃণমূল করে পাপ করেছিলাম এবার বিজেপিতে এসে সেই পাপের প্রায়শ্চিত করছি।
এদিন তিনি বলেন,তৃনমুল কংগ্রেসকে পা দিয়ে লাথ মেরে চলে এসেছিলাম বিজেপিতে। এদিনের সভায় মমতা বানার্জীকে দস্যু রানী ও চোরের রানী বলে কটাক্ষ করেন সৌমিত্র খাঁ।
আরও পড়ুনঃ সাত মাস পর বাঁকুড়ায় প্রবেশ সৌমিত্রর
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় সাংসদ হয়েছি এবার বিষ্ণুপুর লোকসভার মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করবো বলেই আশ্বাস দিলেন সাংসদ।
এদিন সৌমিত্র খাঁয়ের সাথে সদস্য সদস্য অভিযানে উপস্থিত হন বিজেপি নেতা মুকুল রায় এদিনের সভা মঞ্চে দাঁড়িয়ে মুকুলবাবু বিজেপির সদস্য পদ বাড়ানোর আবেদন জানান দলীয় কর্মী সমর্থকদের।
তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষে এগিয়ে চলেছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আসবে বিজেপির নেতৃত্বাধীন সরকার।
২০২১ বিধানসভা নির্বাচনে ৩০-এর বেশি আসন পাবে না তৃণমূল কংগ্রেস। এমনকি বিরোধী দলের মর্যাদা পাবে না তৃণমূল এমনই ভবিষ্যবাণী করলেন বিজেপি নেতা মুকুল রায়।
এদিনের সভা থেকে বেরিয়ে সাংসদ সৌমিত্র খাঁ এবং দলীয় নেতাদের সাথে মুকুল বাবু পৌঁছে যান ১৮ নম্বর ওয়ার্ডে একটি আদিবাসী পাড়ায়।
সেখানে একটি আদিবাসী পরিবারের বাড়িতে দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে গ্রামের মানুষের অনুরোধে গাছের চারা রোপন করে বেরিয়ে পড়েন মুকুলবাবু পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবার পথে মুকুল বাবু জানান আদিবাসী মানুষজন নরেন্দ্র মোদির সাথে রয়েছে পাশে রয়েছে তারই প্রমাণ আজকের আদিবাসীদের আপ্যায়ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584