পিয়ালী দাস, বীরভূমঃ
পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রামপুরহাটে মিছিল করল তৃণমূল।
এদিনের মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের কৃষি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দি রায়। বৃষ্টি উপেক্ষা করে প্রতিবাদ মিছিলে পা মেলান হাজার হাজার মানুষ।

মিছিলের শেষে রাজ্যে কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানান, ‘কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। যেভাবে পেট্রোল ডিজেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তাতে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি হতে বাধ্য। অবিলম্বে এই দাম কমাতে হবে কেন্দ্রীয় সরকারকে।
আরও পড়ুনঃ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিজেপির
বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় বলেন, ‘পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। সংসদে প্রতিবাদ জানিয়েছে।
কিন্তু কোন কিছুতেই কেন্দ্রীয় সরকার কর্ণপাত করছে না। তাই বাধ্য হয়ে মানুষের স্বার্থে রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি। অবিলম্বে যদি মূল্যবৃদ্ধি কমানোর দিকে কেন্দ্রীয় সরকার গুরুত্ব না দেয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584