নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
তৃণমূলের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ব্লকের হেঁড়িয়াতে ভারত-চিন সীমান্তে নিহত সৈনিকদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
তারই পাশাপাশি লাগাতার পেট্রল – ডিজেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি,এছাড়া কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এক বড় মাপের পথসভার আয়োজন করে ব্লক তৃণমূল কংগ্রেস।
বেশ কিছুদিন ধরে খেজুরিতে রাজনৈতিক উত্তাপের বিষয়ে বিধায়ককে প্রশ্ন করলে তিনি বলেন, “খেজুরি সর্বদাই শান্ত আছে। খেজুরিতে কোন অশান্তি হয়নি। আমরা শান্তির পক্ষে।
আরও পড়ুনঃ ভারত-চিন সংঘর্ষে ‘শহীদ’ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার
” আমপানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, “এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তদের তালিকা সম্পূর্ণ হয়নি এবং টাকা ছাড়ার কাজ শুরু হয়নি। তাছাড়া প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা আছেন তারা এখনও প্রধান, বিডিওর কাছে আবেদন করলে তাদের ক্ষতিপূরণের বিষয় যাচাই করে ব্যবস্থা করা হবে। বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584