নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
৩০ নভেম্বর ঘোলাই এলাকায় বিজেপি তৃণমূলের সংঘর্ষে আহত হয় ৬ জন তৃণমূল কর্মী। তৃণমূলের অভিযোগ, বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী তাদের ওপর চড়াও হয় এবং মারধর করে।
আহতদের মধ্যে ৬ জন তৃণমূল কর্মীকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। যদিও বিজেপি নেতৃত্ব তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে।
আরও পড়ুনঃ গভীর রাতে হাতির হানা, মৃত্যু প্রৌঢ়ের
আক্রান্তদের মধ্যে তৃণমূল কর্মী মাধব গড়াইয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
মাধব বাবুর মৃত্যুতে এলাকায় তৃণমূল কর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান আমাদের প্রতিনিধিকে জানান, বিজেপির এই আক্রমণাত্মক রাজনীতির যোগ্য জবাব মানুষ দেবে। একই সাথে এই আক্রমনে তিনি বিজেপির রাজ্য সভাপতি এবং প্রাক্তন পুলিশ সুপার বিজেপি নেত্রী ভারতী ঘোষেকে দায়ী করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584